
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএল ২০২৫-এর মেগা নিলামের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ছিল ৪ নভেম্বর ২০২৪। নির্ধারিত সময়সীমার পরে জানা গেল, এবছর আইপিএল নিলামের জন্য নাম দিয়েছেন মোট কতজন ক্রিকেটার। এও জানা গেল যে, ফ্র্যাঞ্চাইজিগুলির ধরে রাখা ক্রিকেটার ছাড়া কোন দেশের কতজন করে খেলোয়াড় আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
এবছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায়। এতদিন আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে রিয়াধের নাম শোনা যাচ্ছিল। শেষমেশ রিয়াধকে টেক্কা দেয় সৌদির দ্বিতীয় বৃহত্তম শহর।
এবছর আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন মোট ১৫৭৪ জন। যাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন।
১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন ৩২০ জন। ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১২২৪ জন এবং আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন ৩০ জন।
এবছর নিলামের জন্য নাম দিয়েছেন ৪৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় তারকা। আগে আইপিএল খেলেছেন ভারতের এমন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১৫২ জন। এছাড়া এখনও আইপিএল খেলেননি ভারতের এমন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ৯৬৫ জন।
এবছর নিলামের জন্য নাম দিয়েছেন ২৭২ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিদেশি তারকা। আগে আইপিএল খেলেছেন এমন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন ৩ জন। এছাড়া এখনও আইপিএল খেলেননি এমন আনক্যাপড বিদেশি ক্রিকেটার রয়েছেন ১০৪ জন।
১. আফগানিস্তান- ২৯ জন।
২. অস্ট্রেলিয়া- ৭৬ জন।
৩. বাংলাদেশ-১৩ জন।
৪. কানাডা- ৪ জন।
৫. ইংল্যান্ড- ৫২ জন।
৬. আয়ারল্যান্ড- ৯ জন।
৭. ইতালি- ১ জন।
৮. নেদারল্যান্ডস- ১২ জন।
৯. নিউজিল্যান্ড- ৩৯ জন।
১০. স্কটল্যান্ড- ২ জন।
১১. দক্ষিণ আফ্রিকা- ৯১ জন।
১২. শ্রীলঙ্কা- ২৯ জন।
১৩. আমিরশাহি- ১ জন।
১৪. আমেরিকা- ১০ জন।
১৫. ওয়েস্ট ইন্ডিজ- ৩৩ জন।
১৬. জিম্বাবোয়ে- ৮ জন।
সব ফ্র্যাঞ্চাইজি ২৫ জন ক্রিকেটারের কোটা পূর্ণ করলে ধরে রাখা খেলোয়াড় বাদ দিয়ে নিলাম থেকে দল পাবেন মোট ২০৪ জন তারকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports