আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই থাকছে সরকারি চাকরির একগুচ্ছ পরীক্ষা। আর এই পরীক্ষাগুলির তারিখ প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের তারিখ প্রকাশ করা হয়েছে। SSC- এর অফিসিয়াল সাইট ssc.nic.in- এ CGL, JE, MTS এবং স্টেনোগ্রাফার পদের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।এসএসসি সিজিএল ২০১৯, Combined Graduate Level Examination-2019 (Skill Test) : ১৫ এবং ১৬ সেপ্টেম্বর।জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, 2020 (Paper II) : ২৬ সেপ্টেম্বর।মাল্টি টাস্কিং (Non-Technical) স্টাফ পরীক্ষা, 2020 (Paper I) : ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর।স্টেনোগ্রাফার Grade ‘C’ and ‘D’ Examination, 2019 (Skill Test) : ২১ অক্টোবর এবং ২২ অক্টোবর।তবে এই দিনক্ষণ পরিবর্তনশীল। করোনাভাইরাস পরিস্থিতি, কোভিড গাইডলাইন, লকডাউন পরিস্থিতি ইত্যাদির উপর নির্ভর করে স্থগিত হতে পারে বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে।এছাড়াও এসএসসির নোটিফিকেশন অনুযায়ী, প্রতিটি পরীক্ষায় প্রার্থীদের আবশ্যিকভাবে কোভিডবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। বিশদে জানার জন্য নিয়মিত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।