‘কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল' (সিএইচএসএল) পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। একইসঙ্গে ‘কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল' (সিজিএল) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দিন পিছিয়ে গিয়েছে। এসএসসি জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
এসএসসির সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০ সালের কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল (১০+২) পরীক্ষার অনলাইন আবেদনের শেষদিন বাড়িয়ে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।’ আগ্রহী প্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে () আবেদন করতে পারবেন।
‘কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল' (সিএইচএসএল) পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ :
১) অনলাইনে ফি জমা দেওয়ার শেষদিন : আগামী ২৮ ডিসেম্বর, রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত।
২) অফলাইন ফি জমা দেওয়ার জন্য চালান নেওয়ার শেষদিন : আগামী ৩০ ডিসেম্বর, রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত।
৩) চালানের মাধ্যমে ফি জমা জমা দেওয়ার শেষদিন : আগামী ১ জানুয়ারি। ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে জমা দিতে হবে।
৪) কম্পিউটার বেসড পরীক্ষার (প্রথম পর্যায়) তারিখ : আগামী ১২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।
‘কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল' (সিএইচএসএল) পরীক্ষার সম্ভাব্য শূন্যস্থান :
এছাড়াও এসএসসির বিবৃতিতে বলা হয়েছে, 'কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষার যে বিজ্ঞপ্তি আগামী ২১ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল, তা আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে।'