এবার মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা দারুণ ফল করেছে। প্রথম দশে জায়গা করে গিয়েছে রামকৃষ্ণ মিশনের অনেকেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই প্রথম দশে আছে ১২ জন। কেউ চতুর্থ হয়েছে, কেউ আবার দশম হয়েছে। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে নরেন্দ্রপুর থেকে প্রথম স্থান অধিকার করেছে অনীশ বাড়ুই। সার্বিকভাবে রাজ্যে চতুর্থ স্থানে আছে অনীশ। তাছাড়া ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে আছে নরেন্দ্রপুরের পড়ুয়ারা।
মাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পড়ুয়াদের হাল-হকিকত
১) অনীশ বাড়ুই: চতুর্থ স্থান অধিকার করেছে অনীশ। তার প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪ শতাংশ)
২) অনীক বাড়ুই: এবার মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৬৮৭ (৯৮.১ শতাংশ)।
৩) সুতীর্থ পাল: ষষ্ঠ হয়েছে নরেন্দ্রপুরের পড়ুয়া। ৭০০-র মধ্যে ৬৮৭ নম্বর পেয়েছে (৯৮.১ শতাংশ)।
আরও পড়ুন: WB Madhyamik Result 2023: মাধ্যমিকের প্রথম দশে রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, কোন মিশন এগিয়ে রইল বাকিদের চেয়ে
৪) অদ্রিজ গুপ্ত: ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম এবার মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুরের ছাত্র।
৫) শিবম মণ্ডল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ার শিবমের প্রাপ্ত নম্বর ৬৮৫ (৯৭.৮ শতাংশ)। সে অষ্টম স্থান অর্জন করেছেন।
৬) দেবজ্যোতি ভট্টাচার্য: অষ্টম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। যা শতাংশের বিচারে ৯৭.৮।
৭) আরিয়ান গোস্বামী: মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে আরিয়ান। তার প্রাপ্ত নম্বর ৬৮৪ (৯৭.৭ শতাংশ)।
৮) অর্কপ্রভ জানা: মাধ্যমিকে নবম হয়েছে নরেন্দ্রপুরের পড়ুয়া অর্কপ্রভ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪ (৯৭.৭ শতাংশ)।
৯) শমীক মাহাতো: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চার পড়ুয়া দশম স্থান অধিকার করেছে চারজন। তাদের মধ্যে একজন হল শমীক। তার প্রাপ্ত নম্বর ৬৮৩ (৯৭.৫ শতাংশ)।
১০) সাগ্নিক মণ্ডল: দশম স্থান দখল করেছে শমীকের সহপাঠী সাগ্নিক। তার প্রাপ্ত নম্বর ৬৮৩ (শতাংশের বিচারে ৯৭.৫)।
আরও পড়ুন: Madhyamik Results 2023 Top School: একজন দ্বিতীয়, তৃতীয় ৪ জন- মাধ্যমিকের প্রথম দশে মালদার রামকৃষ্ণ মিশনের ১৩ পড়ুয়া
১১) রাফিদ রানা লস্কর: এবার মাধ্যমিকে দশম হয়েছে রাফিদ। তার প্রাপ্ত নম্বর ৬৮৩।
১২) রুদ্রনীল দাস: দশম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৬৮৩।