বাংলা নিউজ > কর্মখালি > Ramkrishna Mission in Madhyamik 2023: এক বা দু'জন নয়, মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন
পরবর্তী খবর
Ramkrishna Mission in Madhyamik 2023: এক বা দু'জন নয়, মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 04:09 PM ISTAyan Das
এবার মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে গিয়েছে রামকৃষ্ণ মিশনের অনেকেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই প্রথম দশে আছে ১২ জন। কেউ চতুর্থ হয়েছে, কেউ আবার দশম হয়েছে। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে নরেন্দ্রপুর থেকে প্রথম স্থান অধিকার করেছে অনীশ বাড়ুই।
এবার মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা দারুণ ফল করেছে। প্রথম দশে জায়গা করে গিয়েছে রামকৃষ্ণ মিশনের অনেকেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই প্রথম দশে আছে ১২ জন। কেউ চতুর্থ হয়েছে, কেউ আবার দশম হয়েছে। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে নরেন্দ্রপুর থেকে প্রথম স্থান অধিকার করেছে অনীশ বাড়ুই। সার্বিকভাবে রাজ্যে চতুর্থ স্থানে আছে অনীশ। তাছাড়া ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে আছে নরেন্দ্রপুরের পড়ুয়ারা।