বাংলা নিউজ > কর্মখালি > Madhyamik 2024 Life Science Exam Review: মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল? কেমন নম্বর উঠতে পারে এবার
পরবর্তী খবর
Madhyamik 2024 Life Science Exam Review: মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল? কেমন নম্বর উঠতে পারে এবার
2 মিনিটে পড়ুন Updated: 09 Feb 2024, 02:29 PM ISTSuman Roy
Madhyamik 2024 Life Science Exam Review: কেমন হল জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র? ভালো নম্বর উঠবে এবার? কী বলছেন শিক্ষকরা?
কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। প্রতীকী ছবি।
এই বছরের মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ পর্বে এসে গিয়েছে। মূল বিষয়ের মধ্যে বাকি আর একটিই পরীক্ষা। ভৌতবিজ্ঞান। তার আগে শুক্রবার হয়ে গেল জীবন বিজ্ঞানের পরীক্ষা। যে সব ছাত্রছাত্রীরা আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, বা যারা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে যেতে চায়,তাদের জন্য জীবন বিজ্ঞান পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এই বিভাগে ভালো নম্বর তোলাটাও তাদের জন্য দরকারি। তবে শুধুমাত্র তারাই নয়, মাধ্যমিকের যে সব পরীক্ষায় নম্বর ভালো ওঠে, তার মধ্যে জীবন বিজ্ঞান একটি। তাই য়ারা সার্বিক ভাবে মাধ্যমিকে ভালো নম্বর তুলতে চায়, তাদের কাছেও এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
শুক্রবার সেই পরীক্ষা কেমন হল? কেমন হল প্রশ্নপত্র? অন্যান্য বারের মতোই কি নম্বর উঠতে পারে এবার? কী বলছেন শিক্ষকরা? আর কীই বা বলছে পরীক্ষার্থীরা? জেনে নেওয়া যাক।
শিক্ষকদের রিভিউ
মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুল ফর বয়েজ (গভ. স্পনসর্ড)-এর সহ শিক্ষক তুলিকা নন্দকে। তাঁর মতে, এবারের পরীক্ষায় প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে। ভালো নম্বর উঠতে পারে। তাঁর কথায়, ‘প্রশ্নপত্র এক ঝলক দেখেই মনে হয়েছে, এর মান বেশ ভালো। শর্ট কোয়েশ্চেন যেগুলি এসেছে, সেগুলির কয়েকটি নিয়ে একটু সংশয় থাকতে পারে। তবে তার বাইরে বাকি প্রশ্ন অত্যন্ত ভালো হয়েছে।’
জীবন বিজ্ঞান পরীক্ষায় অনেকেরই ছবি আঁকার বিষয়গুলি নিয়ে সংশয় থাকে। এবারের প্রশ্নপত্রের সেই বিষয়টি নিয়ে তুলিকা নন্দের মত, এই বিভাগের প্রশ্নও সহজ হয়েছে। ভালো ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা হবে না। যারা মাঝারি মাপের পড়াশোনা করেছে, তাদেরও সমস্যা হওয়ার কথা নয়।
তুলিকা নন্দের মতে, এবারের প্রশ্নপত্র নম্বর তোলার ক্ষেত্রে মোটেই অসুবিধাজনক হবে না। তাঁর কথায়, ‘শর্ট কোয়েশ্চেন বিভাগে কেমন নম্বর উঠবে, সেটি দেখার বিষয়। কারণ ভালো ছাত্রছাত্রীরা এই বিভাগে অসুবিধায় পড়বে না। বাকিদের কিছু সমস্যা হতে পারে। বাদ বাকি বিভাগে ভালোই নম্বর উঠবে।’
অভিজ্ঞ শিক্ষকরা মনে করছেন, এবারের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের জন্য বেশ সুবিধাজনক হয়েছে। এর ফলে ভালো পড়ুয়াদের যেমন সঠিক মূল্যায়ন হবে, তেমনই যারা তুলনায় এই বিষয়টি নিয়ে কম পড়াশোনা করেছে, তাদেরও খুব একটা অসুবিধা হবে না, তারাও মাঝারি মানের নম্বর পেয়ে ভদ্রস্থ জায়গায় থাকতে পারবে।