সাধারণত জীবনে একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন একজন তরুণ বা তরুণী। তবে কশিশের কথা কিছুটা আলাদা। কারণ তাঁর জীবনে একাধিক লক্ষ্য। প্রতিটিই তিনি অর্জন করতে চান। বলা ভালো, এর মধ্যে একাধিক লক্ষ্য তিনি ছুঁয়েও ফেলেছেন। আর এভাবেই একাধারে তিনি মডেল, অন্যদিকে তিনি সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার।
মডেল, বিজ্ঞানী ও সরকারি অফিসার
কীভাবে মডেল থেকে সরকারি আধিকারিকের পদে যোগ্যতার সঙ্গে স্থান করে নিলেন কশিশ মেথওয়ানি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ইচ্ছে ছিল মিস ইন্ডিয়া হওয়ার। কিন্তু এর পাশাপাশি তিনি বিজ্ঞানী এবং একজন সরকারি অফিসারও হতে চেয়েছিলেন। তাঁর কথায়, ‘আমি একটি ক্ষেত্র বেছে নিতে চাইনি। আমি সব ক্ষেত্রেই যেতে চেয়েছিলাম এবং সব ক্ষেত্রেই দক্ষতা অর্জন করতে চেয়েছিলাম।’
কশিশের পড়াশোনা
সিডিএস (কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস) পরীক্ষায় কশিশের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ২। ২০২৪ সালে এই পরীক্ষায় সফল হওয়ার পর তিনি চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং আকাডেমিতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। পুণের তরুণী কশিশ ২০২৩ সালেই মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া হয়েছিলেন।
আরও পড়ুন - প্রাইভেট জব করতে করতে IIT-র জন্য চেষ্টা! কোন মন্ত্রে সফল মাইক্রোসফটের অঙ্কিতা?
আর্মি এয়ার ডিফেন্সের লেফটেন্যান্টই কেন?
পড়াশোনার নিরিখেও কশিশের কেরিয়ার রীতিমতো তাক লাগানো। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন তিনি। এর পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে নিউরোসায়েন্সে এমএসসি-র থিসিস করেন। ৬ সেপ্টেম্বর তাঁর পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিযুক্ত হলেন। বর্তমানে আর্মি এয়ার ডিফেন্স (এএডি)-এর লেফটেন্যান্ট কশিশ মেথওয়ানি। কেন এই দফতরটি বেছে নিলেন তিনি? তাঁর উত্তর ‘চাপের মধ্যে থেকেও একদম নিখুঁতভাবে কাজ করা, প্রযুক্তিগত দক্ষতা ও সাহস লাগে এই কাজে। তাই এই বিশেষ দফতরটি বেছে নেওয়া।’
আরও পড়ুন - ব্যাঙ্কে ১০,২৭৭ পদে নিয়োগ! আবেদনের শেষ সুযোগ আছে, কীভাবে করবেন? এল আরও ১টা খবর
ছোটবেলা থেকেই দৃঢ়প্রতিজ্ঞ কশিশ
কশিশের মা শোভা মেথওয়ানি টেডএক্সের ওই সাক্ষাৎকারে বলেন, ‘ছোটবেলা থেকেই কশিশ স্কুলের প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ছিল। সবকিছুই করতে চাইত ও।’ শোভাদেবীর কথায়, ‘সাধারণত মা-বাবা সন্তানকে বলে প্রতিযোগিতা অংশ নিলেও রেজাল্ট নিয়ে ভেবো না, কশিশের বেলায় সে নিজেই এই কথা আমাদের বলত!’