ইউপিএসসিসে বিরাট সাফল্য দার্জিলিং জেলার। দার্জিলিং জেলার অন্তত তিনজন সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় বিরাট সাফল্য পেয়েছেন। এই প্রথম অন্তত তিনজন দার্জিলিং জেলা থেকে ইউপিএসসিতে সফল হয়েছেন।
২৫ বছর বয়সী জয়শ্রী প্রধান। তিনি দার্জিলিং শহরের রবার্টসন রোড এলাকার বাসিন্দা। তিনি সর্বভারতীয় স্তরে ৫২তম Rank করেছেন। অপরজন হলেন ২৩ বছর বয়সি গৌতম ঠাকুরী। তিনি বাগডোগরার বাসিন্দা। তিনি সর্বভারতীয় স্তরে ৩৯১ তম স্থানে রয়েছেন। অপরজন হলেন অজয় মোক্তান। তিনি ২৬ বছর বয়সি। তিনি এমএন তরাই চা বাগান এলাকার বাসিন্দা। তাঁর স্থান ৪৬৪ তম জায়গায়।
দার্জিলিং জেলার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি জেলাবাসী। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জয়শ্রী কোনও কোচিং সেন্টারে পড়েননি। দিনে ৮-১০ ঘণ্টা পড়তেন তিনি। আর মেইন পরীক্ষার সময় এই পড়ার সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আর তার ফলও পেয়েছেন হাতেনাতে। তিনি দার্জিলিংয়ের লরেটো কনভেন্টে পড়াশোনা করেছেন। আইসিএসইতে তিনি ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর তিনি আইন নিয়ে পডা়শোনার জন্য বেঙ্গালুরুতে যান। আর সেখানেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। সেখানেই তিনি সর্বভারতীয় স্তরে ইউপিএসসিতে বসার ব্যাপারে সিদ্ধান্ত নেন।