Bank Jobs: ১,০০০-এর বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SBI-র, দেখে নিন শেষ তারিখ
1 মিনিটে পড়ুন Updated: 10 Dec 2021, 07:06 PM IST- থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ :
৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
মোট শূন্যপদ :
আমদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই এবং জয়পুর সার্কেলে এই নিয়োগ করা হবে। এর মাধ্যমে মোট ১,১০০ টি CBO পদ পূরণ করা হবে। এর পাশাপাশি ১২৬টি ব্যাকলগ শূন্যপদও পূরণ করা হবে।
বয়সসীমা :
২১-৩০ বছর। (১.১২.২০২১-এর হিসাব অনুযায়ী)
ন্যূনতম যোগ্যতা
যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি কোনও বাণিজ্যিক ব্যাঙ্ক বা কোনো আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্দিষ্ট রাজ্যের শূন্যপদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ (পড়া, লেখা এবং বোঝা) হতে হবে। স্থানীয় ভাষার জ্ঞানের পরীক্ষা হবে।
অনলাইন লিখিত পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।চূড়ান্ত মেধাতালিকা সম্পর্কে, SBI বলেছে যে প্রার্থীদের আলাদাভাবে অনলাইন লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কার উভয় ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করতে হবে।