চাকরিহারাদের ক্ষোভের পারদ চড়ছে ক্রমশ। এসএসসি ভবনের সামনে ঠায় বসে রয়েছেন তারা। এসবের মধ্য়েই এবার শিক্ষক নিয়োগ নিয়ে এল বড় আপডেট।
জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক আপডেট এসেছে।
শিক্ষক নিয়োগ করতে সম্মত রাজ্য।
রাজ্যের সমস্ত স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের সবুজ সংকেত দেওয়া হয়েছে।
তবে প্রথম দফায় সেই সমস্ত স্কুলেই নিয়োগ করা হবে যেখানে এই ধরনের পড়ুয়ার সংখ্য়া তুলনায় কিছুটা বেশি। তাদের সুবিধার জন্য়ই এই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। যাতে সেই পড়ুয়ারা পিছিয়ে না পড়ে সেকারণেই এই উদ্যোগ।
মূলত (চিলড্রেন উইথ স্পেশাল নিড) এমন পড়ুয়াদের জন্য নিয়োগ করা হবে এই স্পেশাল এডুকেশন টিচার। রাজ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার বাচ্চাদের জন্য এই নিয়োগ করা হবে।
সব মিলিয়ে প্রথম দফায় ৫২৯৮ শূন্য়পদে শিক্ষক নিয়োগ করা হবে। ২৭১৫টি প্রাথমিক স্কুল ও ২৫৮৩টি মাধ্যমিক স্কুলে এই নিয়োগ করা হবে।
এদিকে তীব্র গরমের মধ্য়েই এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। স্কুলে না গিয়ে ধর্নায় বসেছেন তারা। আন্দোন ক্রমশ তীব্রতর হচ্ছে। পরীক্ষায় বসতেও রাজি নন তাদের অনেকেই।