পাঁচশোয় ৫০০ থেকে ৪০০-র মধ্যে ৪০০- আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে দারুণ ফল করলেন পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৫০০-র মধ্যে ৫০০ নম্বর পেয়েই দেশে প্রথম হয়েছে রাজারহাটের কালিকাপুরের ডিপিএস (দিল্লি পাবলিক স্কুল) মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৪০০-র মধ্যে ৪০০ নম্বর পেয়েছেন কলকাতার রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনী। কাউন্সিলের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা না হওয়ায় এটা জানা যায়নি যে দেবত্রী এবং সৃজনী ছাড়াও পশ্চিমবঙ্গের কোনও পড়ুয়া বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন কিনা অথবা দেশে মোট কতজন প্রথম স্থান অধিকার করেছেন।
দেশের তুলনায় কিছুটা খারাপ ফল বাংলার
এমনিতে কাউন্সিলের তথ্য অনুযায়ী, সার্বিকভাবে দেশের গড়ের তুলনায় এবার পশ্চিমবঙ্গে ICSE ও ISC পরীক্ষার পাশের হার কম। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় দেশে পাশের হার হল ৯৯.০৯ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গের ৯৮.৭৬ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। একইভাবে দ্বাদশ বোর্ড পরীক্ষা ISC-তে পশ্চিমবঙ্গে পাশের হার হল ৯৮.৭৫ শতাংশ। যা দেশের গড়ের তুলনায় বেশ খানিকটা কম। দেশের গড় পাশের হার হল ৯৯.০২ শতাংশ।
বাজিমাত ২ বঙ্গকন্যা দেবত্রী ও সৃজনীর
দেশের সার্বিক গড়ের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়লেও রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন দেবত্রী এবং সৃজনী। ইংরেজির পাশাপাশি চারটি বিষয়ে পুরো ১০০ নম্বর পেয়েছে ডিপিএস মেগাসিটির ছাত্রী দেবত্রী। আর দ্বাদশ শ্রেণিতে ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনীর ছিল অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়ন। সেই তিনটি বিষয়েই ১০০ নম্বর পেয়েছেন। ইংরেজি নিয়ে খানিকটা উদ্বেগে ছিলেন। তবে শেষপর্যন্ত ইংরেজিতেও ১০০ নম্বর পেয়েছেন সৃজনী।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের ICSE পরীক্ষার ফলাফল
১) এবার পশ্চিমবঙ্গ থেকে আইসিএসসি পরীক্ষা দেয় মোট ৪৩,৭৮৪ জন। তাদের মধ্যে ৪৩,২৪০ জন উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ৫৪৪ জন।
২) ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ছুঁয়ে ফেলেছে ৯৯.০৪ শতাংশ। সেখানে ছাত্রদের পাশের হার ৯৮.৫৩ শতাংশে ঠেকেছে।
পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের ISC পরীক্ষার রেজাল্ট
১) পশ্চিমবঙ্গ থেকে এবার মোট ২৭,৮০৪ জন ISC পরীক্ষা দেন। উত্তীর্ণ হয়েছেন মোট ২৭,৪৫৬ জন। ৩৪৮ জন অনুত্তীর্ণ হয়েছেন।
২) ICSE-র মতো ISC পরীক্ষায় ছাত্রদের টেক্কা দিয়েছেন ছাত্রীরা। পশ্চিমবঙ্গে ছাত্রীদের পাশের হার হল ৯৯.৩৮ শতাংশ। সেখানে ৯৮.২ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছেন।