আপনি নিশ্চই ফাঁকা রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ি চুরি হওয়ার ঘটনা শুনেছেন, দেখেছেন অথবা পড়েছেন। সাধারণত, তদন্তের পর দেখা যায় যে এর পিছনে কোনও না কোনও মানুষের হাত থাকে। কিন্তু উত্তরাখণ্ডের ঋষিকেশের ঘটনা একেবারই আলাদা। এখানে কোনও মানুষ নয়, বরং একটি ষাঁড় স্কুটার চুরি করে পালাল! ষাঁড়ের সেই স্কুটার চুরি করে পালানোর দৃশ্য ধরাল পড়ল সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায়!সোশ্যাল মিডিয়া এক্স-এ ভূপি পনওয়ার নামক একটি হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, মানুষকে স্কুটার চুরি করতে অনেকবার দেখা গিয়েছে। কিন্তু, ঋষিকেশে স্কুটার চুরির ঘটনাটি একটু আলাদা। এখানে রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড়ও বাইক-স্কুটার পছন্দ করে। ৩২ সেকেন্ডের ওই ভিডিয়োয় ঋষিকেশের একটি গলি দেখানো হয়েছে। সেই গলি দিয়ে এক-দু'জন করে লোকজনও যাচ্ছে। পাশে একটি ষাঁড়ও দাঁড়িয়ে আছে। ষাঁড়ের ঠিক পাশে একটি সাদা রঙের স্কুটার রাখা আছে। লোকজন দূরে চলে যাওয়ার পরই ষাঁড়টি কী ভাবল কে জানে! সে প্রথমে স্কুটারটিকে জোরে ধাক্কা দিল এবং তার উপর চেপে বসে এগিয়ে গেল!সিসিটিভি ফুটেজে পরে দেখা গিয়েছে, যে ষাঁড়টি আস্তে আস্তে স্কুটিটি 'চালিয়ে' একটি খুঁটির কাছে নিয়ে গেল এবং সেটি 'লুকিয়ে রাখল'! এরপর কয়েক সেকেন্ড ধরে ষাঁড়টি সেখানেই দাঁড়িয়ে থাকে!এখন এই ভিডিয়োই নেট নাগরিকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এমনটা আগে কখনও দেখিনি।'আর একজন লিখেছেন, 'ষাঁড়টি স্কুটার চুরি করছিল না। তার অন্য কোনও পরিকল্পনা ছিল।'