বিহারের মজফ্ফরপুরে ধর্ষণে বাধা দেওয়ায় যুবতীর শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতী। সোমবার রাতে শহরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।গত ৭ ডিসেম্বর আহাইয়াপুর থানার অধীনে নাজিরপুর এলাকায় নিজের বাড়িতে আক্রান্ত হন ওই যুবতী। ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণের চেষ্টা করে রাজা রায় নামে এক স্থানীয় যুবক। কিন্তু তাকে বাধা দেন যুবতী। ক্ষিপ্ত দুষ্কৃতী এর পর যুবতীর শরীরে জ্বালানি ঢেলে আগুন জ্বেলে দেয়।শরীের ৯০% পোড়া ক্ষত নিয়ে যুবতীকে মজফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে রেফার করা হয় পটনার অ্যাপোলো বার্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেমবার সেখানেই তাঁর মৃত্যু হয়।