বড়বাজারের ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ড বা প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনও না ঘটে, তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করে দিল কলকাতা পুলিশ। আজ (শুক্রবার - ৯ মে, ২০২৫) শহরের বেশ কয়েকটি হোটেলে 'সারপ্রাইজ ভিজিট' করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিক।
জানা গিয়েছে, এদিন শহরের বউবাজার থানা এলাকায় অবস্থিত বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন পুলিশকর্তারা। সেই দলে পুলিশ কমিশনার ছাড়াও ছিলেন - অ্যাডিশনাল পুলিশ কমিশনার ডিপি সিং, যুগ্ম কমিশনার রূপেশ কুমার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার। তাঁরা মূলত সংশ্লিষ্ট হোটেলগুলির অগ্নিনির্বাপনব্যবস্থা খতিয়ে দেখেন।
এই পরিদর্শনের সময় হোটেলগুলির আপতকালীন ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। হোটেলে এমার্জেন্সি গেট, এমার্জেন্সি সিঁড়ি রয়েছে কিনা, মোট ক'টি সিঁড়ি ও ঢোকা-বেরোনোর পথ আছে, সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন বা ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে কিনা, হোটেলগুলির ছাদে ওঠার বন্দোবস্ত রয়েছে কিনা, ছাদ ব্যবহারযোগ্য এবং নিরাপদ কিনা, এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার জোড়াসাঁকো থানা এলাকার অন্তর্গত একটি হোটেলে আগুন লাগে। তাতে ১৪ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, আগে ওই হোটেলের ভবনে থাকা দু'টি সিঁড়িই ব্যবহার করা হত। কিন্তু, পরে একটি সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া, হোটেলের অগ্নি নির্বাপনব্যবস্থাও যথাযথ ছিল না। এই প্রেক্ষাপটেই এবার শহরের হোটেলগুলিতে সারপ্রাইজ ভিজিট করলেন পুলিশ কমিশনার।