Teacher Attack Student Brutally: ছাত্রীর বাড়ির গয়নায় নজর! নাবালিকা পড়ুয়ার গলায় কোপ মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
1 মিনিটে পড়ুন Updated: 20 Mar 2025, 08:52 AM ISTঘটনা ঘটেছিল সেদিন বিকেল ৩ টে নাগাদ। কী ঘটেছিল? কী অভিযোগ রয়েছে?
ঘটনা ঘটেছিল সেদিন বিকেল ৩ টে নাগাদ। কী ঘটেছিল? কী অভিযোগ রয়েছে?
খাস কলকাতায় এক শিক্ষকের বিরুদ্ধে উঠল নাবালিকা ছাত্রীর বাড়িতে হামলার অভিযোগ। শুধু হামলার অভিযোগই নয়, ছাত্রীর বাড়ির থেকে গয়না হাতিয়ে পালানোর চেষ্টারও অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা নিয়ে ছাত্রীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। এরপরই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হন।
ঘটনা চিৎপুরের। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ঘটনা গত ১৯ মার্চের। সেই দিনই নাবালিকা ওই ছাত্রীর বাড়িতে শিক্ষক সন্দীপ সাউ হামলা চালান বলে অভিযোগ। নাবালিকা ছাত্রীর সাঁতারের শিক্ষক ওই অভিযুক্ত। জানা গিয়েছে, ঘটনার দিন সন্দীপ পৌঁছে যান ওই নাবালিকা ছাত্রীর বাড়িতে। ঘটনা ঘটেছিল সেদিন বিকেল ৩ টে নাগাদ। অভিযোগ, ছাত্রীকে তার মায়ের গয়না বাড়ির লকার থেকে আনতে বলেন অভিযুক্ত শিক্ষক সন্দীপ সাউ। হুমকিতে ভয় পেয়ে ছাত্রী তা নিয়ে আসে বলে খবর। পুলিশ জানাচ্ছে, এরপরও ছাত্রীর উপর হামলা করে অভিযুক্ত। ছাত্রীকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানোর চেষ্টার অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। এছাড়াও ছাত্রীর গলায় কোপ বসানোর অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। ১১ বছরের নাবালিকার ওপর এভাবে হামলা চালানোর কারণ কী? পুলিশের অনুমান, গয়না চুরির চেষ্টার প্রমাণ লোপাট করতেই এমন পদক্ষেপ।
জানা গিয়েছে, বাড়ির রান্নাঘর থেকে ছুরি এনে ছাত্রীকে কোপ মেরে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত সন্দীপ। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান। জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ পরে বাড়ি ফেরেন ছাত্রীর মা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই তিনি স্তম্ভিত হন। গুরুতর আহত অবস্থায় মেয়েকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। এদিকে, ঘটনার অভিযোগ পেয়ে সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, আহত নাবালিকার অস্ত্রোপচার হয়েছে। আপাতত সে স্থিতিশীল।