আরজি কর কাণ্ডে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্ত ভাবে পথে নেমেছেন সাধারণ মানুষ। সেখানে আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে মরিয়া বাম এবং বিজেপি। এই আবহে শহরতলির বিভিন্ন জায়গায় বামেরা এগিয়ে এসে আন্দোলনকে নেতৃত্বও দিচ্ছেন। একেক জায়গায় প্রতিবাদের 'মুখ' হয়ে উঠছেন বিভিন্ন বাম নেতা। তবে এর মধ্যে বেশ কয়েকজন নেতাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে সিপিএম। রিপোর্ট অনুযায়ী, আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'মুখ' হয়ে ওঠা অনেক বাম নেতা নিজেরাই নারী নির্যাতনে অভিযুক্ত। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্কে তারাই এই আন্দোলনে সামনের সারিতে চলে আসছেন বহু জায়গায়। এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে দলের নানান স্তরে। দাবি করা হচ্ছে, বিভিন্ন জেলায় স্থানীয় নেতৃত্বের প্রশ্রয়েই নারী নির্যাতনে অভিযুক্তরা আরজি কর কাণ্ডের 'প্রতিবাদী মুখ' হয়ে উঠছেন। (আরও পড়ুন: বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালিতে রাখা কয়েক কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা)