শহরে একের পর এক প্রবীণ নাগরিককে লক্ষ্য করে অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় এবার সরাসরি নড়েচড়ে বসল লালবাজার। প্রবীণদের নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শনিবার এক বৈঠকে পুলিশ কমিশনার মনোজ ভর্মা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানাকে প্রবীণ নাগরিকদের জন্য নতুন ধরনের যাচাইকরণ ফর্ম তৈরি করতে হবে এবং তা কঠোরভাবে কার্যকর করতে হবে।
আরও পড়ুন: থানার নিরাপত্তায় পদক্ষেপ, নজরদারি বাড়াতে আট থানায় বসছে হাই-টেক সিসিটিভি
এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের সমস্ত থানার ওসি, গোয়েন্দা শাখার আধিকারিকরাও। নিউ গড়িয়া এলাকায় এক বৃদ্ধাকে খুন এবং তাঁর স্বামীকে গুরুতরভাবে আহত করার ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ২৪ ঘণ্টার মধ্যে বাড়ির আয়া এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তবু এই ঘটনা নতুন করে প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি থানাকে এলাকার প্রবীণদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ করে যাঁরা আয়া বা কেয়ার সেন্টারের পরিষেবা নিচ্ছেন, তাঁদের নাম, ছবি, ঠিকানা, পরিচয়পত্রের নথি থেকে শুরু করে কতদিন ধরে কাজ করছেন সব তথ্য থানার রেকর্ডে রাখতে হবে। প্রতিটি থানায় একজন করে আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হবে, যিনি নিয়মিত বাড়ি গিয়ে প্রবীণদের খোঁজ নেবেন। অনলাইনে ফর্ম পূরণের সুবিধার কথাও জানানো হবে প্রবীণদের।
পুলিশের এক কর্তা জানান, এই ফর্ম চালু হলে প্রবীণদের বাড়িতে কারা কাজ করছেন, তাঁদের পরিচয় কতটা সঠিক, তা সহজে যাচাই করা যাবে। এতে অপরাধ প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। ফর্ম পূরণের পাশাপাশি থানার পক্ষ থেকে সময়ে সময়ে প্রবীণদের খোঁজ নেওয়ার দায়িত্বও থাকছে। তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না, কোনও ধরনের হুমকি বা চাপের মুখে পড়ছেন কি না সেটা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রবীণদের নিরাপত্তার পাশাপাশি আসন্ন দুর্গাপুজো ও অন্যান্য উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নির্দেশ দিয়েছে লালবাজার। কমিশনার স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট বা গুজব ছড়ানোর চেষ্টা হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের মরসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শহরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে লালবাজার।