দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় এক লটারি বিক্রেতার গায়ের পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হল! ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে শনিবার (২৪ মে, ২০২৫), মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটি এলাকায়। আক্রান্ত ওই লটারি বিক্রেতার নাম সুরজিৎ সাউ। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, পেট্রল ভরে রাখার একটি পাত্র।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিনই তাঁর লটারির দোকান খুনে বসেছিলেন সুরজিৎ। হঠাৎই এক যুবক তাঁর দোকানে আসে। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক সুরজিতের গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং দেশলাই জ্বেলে সেই জ্বলন্ত কাঠি সুরজিতের গায়ে ছুড়ে মারে। তারপর বাইকে চেপে চম্পট দেয়।
এদিকে, আগুন গায়ে ছড়িয়ে পড়তে সেই অবস্থাতেই দৌড়তে শুরু করে দেন সুরজিৎ। বুদ্ধি করে নিজের পরনের জামাটি খুলে ফেলেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকেরাও ছুটে আসে। সকলে মিলে গামছা ছাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এরপর প্রথমে সুরজিৎকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতা রেফার করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতওয়ালি থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুরজিতের শরীরের সামনের কিছুটা অংশ ও একটি হাতের বেশ খানিকটা পুড়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো ও ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, তিন যুবক বাইকে করে এসেছিল। তাদের মধ্য়েই একজন এই ঘটনা ঘটায়। এছাড়াও, সম্প্রতি একটি দোকান নিয়ে সুরজিতের সঙ্গে ঝামেলা হয়েছিল দুই যুবকের। সেই সময়ে ওই দুই যুবককে সুরজিৎকে মারধর করেছিল বলে অভিযোগ। এরপর শনিবার তাদেরই একজন একটি পেট্রল পাম্প থেকে পেট্রল কিনে আনে বলে অভিযোগ।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই পেট্রলই সুরজিতের গায়ে ছেটানো হয়েছিল। তদন্তের এই সূত্র ধরেই আকাশ মুখী এবং অমরনাথ পাখিরা নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।