ফের শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য় মনখারাপ করা খবর। জুলাই মাসের প্রথমে বাতিল করা হচ্ছে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, আগামী ৩ জুলাই শিয়ালদহ লাইনে সব মিলিয়ে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু লোকাল ট্রেনই নয়, ৬টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও বদলে ফেলা হচ্ছে। কিন্তু কেন এভাবে আচমকা ট্রেন বাতিলের সিদ্ধান্ত?রেল সূত্রে খবর, শিয়ালদহ ও দমদমের মাঝে একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজ নম্বর ২২য়ে কাজ করবে রেল। সেকারনেই পাওয়ার ব্লক করা হবে। রাত সাড়ে ১১টা থেকে কাজ শুরু হবে। পরের দিন সকাল সাড়ে ৯টি পর্যন্ত পাওয়ার ব্লক করা থাকবে। এর জেরেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।এবার দেখে নেওয়া যাক কোন ট্রেন বাতিল হচ্ছে? ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন হাবরা লোকাল, ৩২২১৩ আপ, ৩২২১৭ আপ, ৩২২১২ ডাউন, ৩২২১৮ ডাউন ডানকুনি লোকাল, ৩১৬১১ আপ, ৩১৬১৫ আপ, ৩১৬১২ ডাউন, ৩১৬১৬ ডাউন রানাঘাট, ৩১৩১৩ আপ, ৩১৩১৭ আপ, ৩১৩১৬ ডাউন, ৩১৩১৮ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল, ৩৩৩৫৭ আপ, ৩৩৬১৩ আপ, ৩৩৬১৬ ডাউন, ৩৩৬১৮ ডাউন দত্তপুকুর লোকাল, ৩৩৫১৩ আপ, ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ লোকাল, ৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন ও ৩১২২২ ডাউন হাসনাবাদ ,৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন, ৩১২২২ ডাউন ব্যারাকপুর লোকাল, ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩৪০৫২ ডাউন, ৩১৪২০ ডাউন, ৩১৪২২ ডাউন নৈহাটি লোকাল, ৩৩৪৩১ আপ, ৩৩৪৩৪ ডাউন বারাসত লোকাল, ৩১৫১৫ আপ,৩১৫১৬ ডাউন শান্তিপুর লোকাল, ৩১০৫১ আপ, ৩৪১১৭ আপ, ৩৪১১৮ ডাউন বজবজ লোকাল, ৩১৯১৩ আপ ও ৩১৯১৪ ডাউন গেদে লোকাল বাতিল করা হয়েছে।তবে ভোগান্তির এখানেই শেষ নয়। ২জুলাই গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ গামী দার্জিলিং মেল, শিয়ালদহগামী কাঞ্চনকন্য়া এক্সপ্রেস. বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ও ৩ জুলাই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সূচিতে বদল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।