ভারতীয় ক্রিকেট দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বিতর্কে জড়ালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত শর্মাকে 'মোটা' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই আবহে বিজেপি বিরোধিতা করতে গিয়ে ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ। দাবি করলেন, রোহিত শর্মার দলে থাকারই যোগ্যতা নেই। (আরও পড়ুন: 'বন্ধু' অমর্ত্য সেনের কথা মানবেন ইউনুস? দিলেন জামাতের বিরুদ্ধে যাওয়ার ইঙ্গিত)
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে অমর্ত্য সেনের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন জামাতের আমির
বার্তাসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় সৌগত বলেন, 'আমি শুনেছি সাম্প্রতিককালে রোহিত শর্মার ফর্ম খুব খারাপ। তিনি একটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া তিনি ২, ৩, ৪, ৫ রানেই আউট হয়ে যান। তাঁর দলে থাকার যোগ্যতা নেই। ভারত জিতছে কারণ অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন, অধিনায়কের কোনও অবদান নেই। শামা মহম্মদ যা বলেছেন তা সত্যি।' (আরও পড়ুন: ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়েনি ইন্দ্রানুজ, ছবি এঁকে 'যুক্তি' দিলেন দেবাংশু)
আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই’, মেনে নিলেন ইউনুস, উল্লেখ মোদীর
উল্লেখ্য, রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেছিলেন, 'একজন খেলোয়াড়ের হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।' শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। (আরও পড়ুন: ‘মোটা’ রোহিত শর্মাকে ‘বিমার’ কংগ্রেস নেত্রীর, ফ্রি হিটে ছক্কা হাঁকাতে চাইছে BJP)
এদিকে কংগ্রেস নেতা পবন খেরা এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শামার মতামত একান্তই তাঁর নিজেস্ব। দলের সঙ্গে এক কোনও যোগ নেই। পবন আরও জানান, দল শামাকে সেই পোস্টটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পবন দাবি করেন, ভারতের ক্রীড়াবিদদের অবদানকে সবসময় সম্মান করে কংগ্রেস।
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। এদিকে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এর আগে একটি টি২০ বিশ্বকাপ জিতেছেন, একটি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন ভারতকে। এদিকে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল রানার্স আপ হয়েছিল। এদিকে ওডিআই-তে রোহিত শর্মার ১১ হাজারের ওপরে রান রয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই-তে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তাঁরই নামে। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত।