পহেলগাঁও হামলার পর ভূস্বর্গজুড়ে চলছে সেনাবাহিনীর অভিযান। গত ৫ দিনে অন্তত ৯জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপত্যকাজুড়ে পর পর লস্কর–ই–তোইবা জঙ্গির বাড়ি বিস্ফোরেণে উড়ে যাওয়ার খবর সামনে আসতে শুরু করেছে। শুক্রবার দুই জঙ্গি আদিল হুসেন ঠোকার এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। আর শনিবার মাটিতে মিশে যায় আরও পাঁচ জঙ্গির বাড়ি। কিন্তু এই বাড়িগুলি তো ভারতেই ছিল। পাকিস্তানে ঢুকে তো বাড়ি ধ্বংস করেনি সেনাবাহিনী। তাহলে এগুলি কেমন করে কড়া পদক্ষেপ হল? এই প্রশ্নই এবার তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এদিকে লস্করের এক শীর্ষ কমান্ডারের বাড়িও ধুলোয় মিশে গিয়েছে। সোপিয়ান, কুলগাঁও এবং পুলওয়ামা জেলায় অভিযান চলেছে। শ্রীনগর, অনন্তনাগেও জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলে। অভিযান চলার সময় সোপিয়ানের চটিপোরা গ্রামে লস্কর কমান্ডার শাহিদ আহমেদ কুট্টের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করা হয়। কুলগামের মাতালাম এলাকায় জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি ভেঙে দেওয়া হয়। পুলওয়ামার মুরান এলাকাতেও আহসান উল হক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। তবে এই সেনাবাহিনীর অভিযান নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সবকটা বাড়ি তো আমাদের দেশে। এতদিন এগুলি কীভাবে ছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাব?’
পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা করে জঙ্গিরা। এক সমাজকর্মীকে গুলি করা হয়। পহেলগাঁওয়ের হামলার দায় স্বীকার করে লস্কর–ই–তৈবার ছায়া সংগঠন টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার জেরে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। জলচুক্তি বাতিল–সহ পাঁচটি পদক্ষেপ করা হয়েছে। কিন্তু যেসব জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেগুলি কাশ্মীরেই। সেই ছবি সংবাদমাধ্যমে সম্প্রচার হতে থাকে। কড়া পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: ‘হামলাকারীকে খতম করা রাজার কর্তব্য’, মোদীকে স্মরণ করিয়ে দিলেন মোহন ভাগবত
ঠিক কী লিখেছেন কুণাল? গোটা দেশ এখন প্রতিশোধের আগুনে ফুটছে। সেটা অনুভব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই মন কি বাত অনুষ্ঠানে সেই কথাই আজ তুলে ধরেছেন। কিন্তু কাশ্মীরে এখন যা চলছে তা নিয়ে কুণাল ঘোষ রবিবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক। কিন্তু আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। আজব! সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো?’