আরজি কর কাণ্ডে দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই শুরু হয়েছিল তাঁর দুর্দিন। দল থেকে তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার ডাক্তারির রেজিস্ট্রেশনটাও গেল শান্তনু সেনের। ভুয়ো ডিগ্রি ব্যবহার করায় শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এর ফলে অন্তত ২ বছর কারও চিকিৎসা করতে পারবেন না তিনি। পালটা আক্রমণ শানিয়ে শান্তনুবাবু বলেন, আমি হাসপাতাল খুলে তোলাবাজি করি না।অভিযোগ ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি FRCP ব্যাবহার করছেন শান্তনু সেন। এই অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়। বৃহস্পতিবার এই নিয়ে চূড়ান্ত শুনানির জন্য শান্তনুবাবুকে ডাকা হয়েছিল। সেখানেই তাঁর রেজিস্ট্রেশন ২ বছরের জন্য বাতিল করা হয়েছে বলে জানানো হয়।এর পর সাংবাদিক বৈঠক করে সুদীপ্ত রায় বলেন, ওকে সিঁথির লোক স্কোয়্যার ফুট সেন বলে চেনে। ও একটা তোলাবাজ। সেজন্য দল ওকে সাসপেন্ড করেছে। ও ভুল প্রেসক্রিপশন লেখে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অধিকার কারও নেই।পালটা সাংবাদিক বৈঠক করে শান্তুনুবাবু দাবি করেন, যে ডিগ্রির কথা বলা হচ্ছে সেটা একটা সাম্মানিক ডিগ্রি। সাম্মানিক ডিগ্রি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগে না। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে।বলে রাখি, আরজি কর কাণ্ডের সময় দলের অবস্থানের বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন শান্তনু সেন। অভিযোগ তুলেছিলেন, আরজি করের বিরুদ্ধে যে অরাজকতা চলছে তা টের পাওয়া গিয়েছে বহুদিন ধরেই।