আপাতত সুস্থ রয়েছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। বুকে ব্যথা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে সূর্যকান্ত মিশ্রের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। তবে গুরুতর সমস্যা ধরা পড়েনি। ফলে চিকিৎসকরা জানিয়েছেন অ্যাঞ্জিওপ্লাস্টির কোনও প্রয়োজন নেই। তবে তাঁকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। পাশাপাশি খাওয়া দাওয়াও করতে হবে বিধিনিষেধ মেনে।
আরও পড়ুন: হঠাৎ বুকে মারাত্মক ব্যথা অনুভব, হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র
বুধবার সিপিএমের পলিটব্যুরোর বৈঠক ছিল। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তিনি বৈঠকে যোগ দিতে পারেন পারেননি। ওইদিন তিনি কলকাতার বেকবাগানে মেয়ের বাড়িতে ছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে ওঠায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চলে তাঁর চিকিৎসা। বর্ষীয়ান এই সিপিএম নেতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। সূর্যকান্তের মেয়ে রোশনারা মিশ্র জানিয়েছেন, তাঁর বাবা এখন সুস্থ রয়েছেন দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় থাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। কয়েক বছর আগে কোমরে সমস্যা হয়েছিল এই সিপিএম নেতার। সেই সময় তিনি দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে সমস্যার কারণে তিনি বেশ কয়েকদিন দলের কাজে যোগ দিতে পারেননি। এছাড়া ২০১১ সালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তাঁকে আইসলেশনে রাখা হয়েছিল। তাছাড়া ২০২২ সালে মৌলালিতে একটি মিছিল চলার সময় আচমকা সূর্যকান্তের সামনে একটি গাড়ি চলে আসে। সেই সময় বরাত জোরে রক্ষা পেয়েছিলেন সিপিএমের এই নেতা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন চিকিৎসক। তাই বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন মেডিক্যাল বোর্ডের বৈঠকে তিনি থাকতেন। চিকিৎসকদের সঙ্গে তিনি দলের সমন্বয় রাখতেন।