
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আরজি কর কাণ্ডে স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে মুখ খুলে আগেই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। এবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার থেকে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এব্যাপারে শান্তনুবাবুর কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন - তৃণমূলের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা
আরজি কর ইস্যুতে সন্দীপ ঘোষসহ রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন শান্তনু সেন। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র শান্তনুবাবুর কন্যাও ওই মেডিক্যাল কলেজেরই ছাত্রী। শান্তনুবাবু অভিযোগ তোলেন, তাঁর মেয়ে বলেই কলেজে নানা বঞ্চনার স্বীকার হতে হয়েছে সৌমিলি সেনকে। এমনকী আরজি কর কাণ্ডের প্রতিবাদে গণ আন্দোলনকেও সমর্থন করেন তিনি। তার পর থেকেই শান্তনু সেনের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছিল। প্রথমে শান্তনু সেনকে দলের মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হয়। তার পর তাঁর স্ত্রী কাকলি সেনকে বার করে দেওয়া হয় কলকাতা পুরসভার কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। আগামী ৩০ নভেম্বর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে চিকিৎসক সম্মেলন রয়েছে তার আয়োজক হিসাবে নাম ছিল শান্তনু সেনের। সেখানেও তাঁকে না থাকতে বলে দলের তরফে বার্তা পাঠানো হয়েছে। এরই মধ্যে শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
জানা গিয়েছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের জন্য ২ জন নিরাপত্তারক্ষী বরাদ্দ ছিল। বৃহস্পতিবার তাঁদের থানায় ডেকে পাঠানো হয়। জানিয়ে দেওয়া হয়, শান্তনুবাবুর নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হল তাদের।
আরও পড়ুন - মুখপাত্রের পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রাশ হাতে রাখলেন মমতাই
তবে কি তৃণমূলের সঙ্গে শান্তনু সেনের বিচ্ছেদ আসন্ন? নিরাপত্তা প্রত্যাহারের পর থেকে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষ করার পর তাঁকে আর টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরাহনগর উপ নির্বাচনের টিকিট পাওয়ার আশায় ছিলেন তিনি। সেই শিকেও ছেঁড়েনি। নিরাপত্তা প্রত্যাহারের পর শান্তনু সেনের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports