মুকুল রায়ের বিজেপি ত্যাগের পরই জল্পনা শুরু হয়েছে তাঁর অনুগামীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। মুকুলের সঙ্গে কি তৃণমূলে ফিরবেন তাঁরাও? ইতিমধ্যে উঠে গিয়েছে সেই প্রশ্ন। যদিও মুকুল অনুমাগী বলে পরিচিত বিজেপি নেতা শীলভদ্র দত্ত এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মুকুল রায় যা করেছেন, তা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয়।এদিন শীলভদ্রবাবু বলেন, ‘উনি যা ভাল বুঝেছেন করেছেন। এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা বলতে পারি। বারবার এভাবে দলবদল করলে সাধারণ মানুষের রাজনীতি সম্পর্কে বিতৃষ্ণা জন্মায়।’তবে কি তিনি বিজেপিতে ফিরছেন? জবাবে শীলভদ্র দত্ত বলেন, ‘আমার ফেরার কোনও ভাবনা নেই। আমি যেখানে আছি সেখানেই থাকবো।’বলে রাখি, বিধানসভা নির্বাচের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শীলভদ্র দত্ত। রাজ্য রাজনীতিতে তিনি মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৭ সালে মুকুল দল ছাড়লে তৃণমূলে কোণঠাসা হয়ে পড়েন তিনি। অবশেষে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে খড়দা কেন্দ্র থেকে প্রার্থী হন। সেখানে প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার কাছে পরাজিত হন তিনি।