বিজেপির রাজ্য সভাপতির পদে বসেই তৃণমূল সাংসদের বাবাকে স্মরণ করলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে বক্তব্য রাখার সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়কে স্মরণ করালেন তিনি। এমনকী কেন তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে সেই প্রশ্নও তুললেন শমীকবাবু।পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাস নিয়ে শমীকবাবুর পাণ্ডিত্য সর্বজনবিদিত। তিনিই এদিন নিজের বক্তব্যে রাজ্যের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে উদাহরণ দেন। তিনি বলেন, ‘মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায় বিবদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। বাংলার ইতিহাস, আমাদের পাঠ্যপুস্তকে শিবেন্দু শেখরের নাম আর নেই। তাঁর ঐতিহ্য উপভোগ করছে অন্য কেউ। কিন্তু যার জন্য আমরা মালদায় বসবাস করতে পারছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি সেটা শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াই।’এদিন রাজ্য সভাপতি হিসাবে প্রথম ভাষণে ২০২৬এর নির্বাচনে তৃণমূলকে বিসর্জনের ডাক দেন শমীকবাবু। দলমতের বিভেদ ভুলে ২০২৬এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দেন তিনি।