দশমী পেরিয়ে যাওয়ার পরেও রুবি পার্কে অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোয় অসুর বিতর্ক কিছুতেই থামছে না। এবার পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তার দাবি, এই ঘটনায় পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে এখনও পর্যন্ত কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? সে প্রশ্নও তোলেন বর্ষিয়ান এই কংগ্রেস সংসদ।
‘রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য’ অসুর বিতর্কে প্রতিবাদ অধীরের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
গান্ধীজীর আদলে মহিষাসুরকে রূপ দেওয়ায় বিতর্কে জড়িয়ে ছিলেন এই পুজোর উদ্যোক্তারা। এই পুজোর প্রধান উদ্যোক্তা হলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তিনি প্রথমে দাবি করেছিলেন, যে তারা মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির জনক মনে করেন না। এই নিয়ে বিতর্ক শুরু হতেই তিনি আরও দাবি করেছিলেন, যে তিনি কাউকে ভয় পান না। প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, গান্ধীজীর আদলে অসুর সাজিয়ে দুর্গাপুজোর ঐতিহ্য এবং গরিমাকে কালিমালিপ্ত করেছে হিন্দু মহাসভা। তিনি বলেন, ‘গান্ধীজী এক সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বেলেঘাটায় দিনের পর দিন অনশন করেছিলেন। সেই গান্ধীজীর অপমান করে চরম অপরাধ করেছে হিন্দু মহাসভা। এই অপমান বাঙালি হিসেবে আমাদের মাথায় হেট করে দিচ্ছে।’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘হিন্দু মহাসভা যদি প্রকৃত হিন্দু হয় তাহলে কি তারা মা দুর্গাকে নিয়ে এভাবে ছেলেখেলা করত?’