
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রবিবার রাত থেকে চলছে একটানা ভারী বৃষ্টিপাত। যার জেরে সোমবার সকালে পিপালকোটির ভানেরপানির কাছে বিশাল ভূমিধস নামে। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বদ্রীনাথ জাতীয় হাইওয়ে। ইতিমধ্যে রাস্তা পরিষ্কারের কাজ চলছে বলে জানিয়েছে চামোলি পুলিশ এবং চারধাম পুলিশ কন্ট্রোল রুম। তবে পাহাড়ের চূড়া থেকে ক্রমাগত পাথর পড়ার কারণে কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন - চাকরির পরীক্ষাতেও কেন বৈদিক গণিত দরকার? বিশেষ ওয়ার্কশপে বোঝালেন অরবিন্দ সিং
চামোলি পুলিশ কর্তৃক সোমবার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বদ্রীনাথ হাইওয়েের একটি অংশ ধসে ঢেকে গিয়েছে। পাহাড়ের চূড়া থেকে বিশাল পাথর, কাদা গড়িয়ে পড়ে গাড়িচালকদের বিপদে ফেলেছে। তবে কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করছে এবং পথ পরিষ্কার না হওয়া পর্যন্ত তীর্থযাত্রীদের অপেক্ষা করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন - সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? রান্নার পর তবে এই ৫ পদ ঠাণ্ডা করে খান
চামোলি পুলিশ তাদের অফিসিয়াল এক্স (পূর্বে যেটি টুইটার ছিল) অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। পোস্টে জানিয়েছে, ‘গভীর রাত থেকে টানা বৃষ্টিপাতের কারণে, ভানেরপানি (পিপলকোটি)-এর কাছে বদ্রীনাথ জাতীয় হাইওয়ে বন্ধ রয়েছে। এটি খোলার কাজ চলছে। পাহাড় থেকে ক্রমাগত পাথর পড়ার কারণে, রাস্তা খোলার কাজ ব্যাহত হচ্ছে।’
আরও পড়ুন - প্রাইন্ড মান্থে নারী-ট্রান্স-ক্যুয়ার ঐক্যমঞ্চের মিছিল, উঠল অভয়ার বিচারের দাবি
আরও পড়ুন - যোগাসন সবার জন্য ভালো নয় মোটেই, এড়িয়ে চলুন এই ৩ রোগ থাকলে, নইলে বিপদ
চারধাম পুলিশ কন্ট্রোল রুমও একটি সতর্কতা জারি করেছে। পর্যটক এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করেছে। পাশাপাশি কিছু জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে চারধাম পুলিশ। এগুলি হল: 0135-2714484 এবং 9897846203।
৳7,777 IPL 2025 Sports Bonus