দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল শিয়ালদা রেল বিভাগ। যাত্রী পরিষেবায় মানোন্নয়নের লক্ষ্যে একাধিক স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো হয়েছে। এর ফলে ট্রেনে ওঠানামা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। শিয়ালদা দক্ষিণ, মূল এবং উত্তর শাখা মিলিয়ে এখনও পর্যন্ত ৩১টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচুর কাজ শেষ হয়েছে। বাকি ১০টি স্টেশনে এই কাজ চলছে পুরোদমে। পুরো প্রকল্পের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩৭ কোটি টাকা।
আরও পড়ুন: রানাঘাট-কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইন নির্মাণে অনুমোদন রেল বোর্ডের, খরচ ৪৭৪ কোটি
রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে এই কাজ চলছে। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত। রেলকর্তাদের মতে, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী শিয়ালদা বিভাগের বিভিন্ন স্টেশন থেকে যাতায়াত করেন। কিন্তু বহু স্টেশনের প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত এতটাই নিচু ছিল যে ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে বিপদের সম্ভাবনা থেকে যেত। বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু, প্রতিবন্ধী যাত্রী এবং ভারী ব্যাগ বা লাগেজ বহনকারীদের পক্ষে ট্রেন ধরতে গিয়ে বিপদ ঘটার আশঙ্কা ছিল।
এই প্ল্যাটফর্ম উঁচু করার ফলে সেই সমস্ত ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।এবিষয়ে শিয়ালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানান, ‘আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধাই সর্বাধিক গুরুত্ব পায়। বহুদিন ধরেই কম উচ্চতার প্ল্যাটফর্ম থেকে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এখন সেই সমস্যা অনেকটাই দূর হবে। প্ল্যাটফর্ম উঁচু করার কাজ যত দ্রুত শেষ হবে, তত দ্রুত সাধারণ যাত্রীরা এর সুফল পেতে শুরু করবেন।’