নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আলিপুর আলোতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে প্রবেশ এবং আদালত থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। একুশে জুলাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব ছবি
গত বছর একুশে জুলাইয়ের পরেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর এবছর ফের একুশে জুলাইয়ে শহীদ দিবসের সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এ বছরের শহীদ দিবসের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নামই শোনা যায়নি কোনও নেতা নেত্রীর মুখে। তা নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ধৃত হেভিওয়েট তৃণমূল নেতা। একুশে জুলাইয়ের সমাবেশে তাঁর নাম না ওঠায় তিনি খুশিই হয়েছেন। সোমবার আদালতে থেকে বেরিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন পার্থ।
নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আলিপুর আলোতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে প্রবেশ এবং আদালত থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। একুশে জুলাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থকে জিজ্ঞেস করা হয় তিনি একুশে জুলাই অনুষ্ঠান দেখেছেন কিনা? তিনি উত্তরে জানান, ‘হ্যাঁ দেখেছি।’ এর পরেই এবারের শহীদ দিবসের সমাবেশে তাঁর নাম উচ্চারণ করা হয়নি শুনে জবাবে পার্থ বলেন, ‘আমি খুশি হয়েছি এত বড় মঞ্চ থেকে আমার নাম নিলে বিপদ হত।’ তবে যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারকে একটা করে চাকরি দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, ‘আমি তাঁদের চাকরির জন্য আবেদন করছি।’