
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে ৮০ বছর বয়সে প্রয়াত হন রেজ্জাক মোল্লা। এর পরই সরকার ও সরকার পোষিত প্রতিষ্ঠানগুলিতে বেলা ২টোর পর ছুটির নির্দেশিকা জারি হয় নবান্ন থেকে।
দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার দুপুরে মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। ১৯৭২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি। বাম জমানায় ভূমি ও ভূমিরাজস্ব দফতর ছিল রেজ্জাক মোল্লার হাতে। ২০১১ সালে বাম সরকারের পতনের পর দলীয় নেতৃত্বের সঙ্গে রেজ্জাকের বিবাদ চরমে পৌঁছয়। ২০১৪ সালে তাঁকে বহিষ্কার করে সিপিএম।
মেঠো রাজনীতির নেতা রেজ্জাকের সঙ্গে প্রমোদ দাশগুপ্তসুলভ পরিশীলিত বামপন্থার কোনও দিনও বন্ধুত্ব ছিল না। প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করায় বার বার দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে তাতে রোখা যায়নি রেজ্জাককে।
২০১৬ সালে তৃণমূলে যোগদান করেন রেজ্জাক। ওই বছরই বিধানসভা নির্বাচনে জিতে মমতা মন্ত্রিসভার সদস্য হন। সেই রেজ্জকের মৃত্যুতে রাজ্যে কৃষক আন্দোলনের একটা অধ্যায়ের অবসান হল বলে মনে করা হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports