বাংলার শিক্ষাক্ষেত্রের মুকুটে নয়া পালক জুড়ল গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজির দৌলতে। ভারতের সর্বোচ্চ স্বীকৃতি প্রদানকারী সংস্থা 'ন্যাক' (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল)-এর তরফে 'এ+' গ্রেড প্রদান করা হল জেআইএস গ্রুপের অন্তর্গত গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি (জিএনআইটি)-কে। এর ফলে ভারতের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমকক্ষ মর্যাদা পেল গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি।উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে ন্যাক-এর গ্রেড এ+ স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব অর্জন করতে পেরেছে গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি। গত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন কৃতিত্ব লাভ করতে করতে নিজেদের পথে এগিয়ে চলেছে গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি। যার মধ্যে রয়েছে 'এনবিএ' এবং 'ন্যাক'-এর স্বীকৃতি। পরে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত কলেজের স্বীকৃতিও পায় গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি। এছাড়াও জিএনআইটি ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, 'এআরআইআইএ'-এর র্যাঙ্ক ও 'এমএইচআরডি'-এর আইআইসির ব়্যাঙ্ক অনুযায়ী গত কয়েকবছর ধরে ভালো স্থান বজায় রেখেছে।জিএনআইটির এই সাফল্য অর্জনে 'ম্যাকাউট' (মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-এর কর্মকর্তারা অত্যন্ত খুশি। কলেজ কর্তৃপক্ষ ও তাঁদের যৌথ উদ্যোগ আজ একটি স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এদিকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের গ্রেড এ+ স্বীকৃতি পাওয়ায় স্বভাবতই আপ্লুত জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং। জেআইএস গ্রুপের প্রধান এই প্রসঙ্গে বলেন, ‘গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির এই সাফল্য আমাদের কলেজকে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান রূপে গড়ে তোলার স্বপ্নের প্রতি আরও এক ধাপ এগিয়ে দিতে সক্ষম হয়েছে।’