শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল ঢাকুরিয়া। এই স্টেশন সংলগ্ন রেলের জমিতে মাল্টি স্পেশালিটি কমপ্লেক্স গড়ে তোলার কথা আগেই জানিয়েছিল রেল। ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে। জানা গিয়েছে, গত ১৭ জুলাই এক দফা দরপত্র পূর্ব বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ২১ অগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ দিন। মূলত আয় বাড়ানোর লক্ষ্যেই যাত্রীদের জন্য এই কমপ্লেক্স তৈরি করা হবে। ফুড প্লাজা, রেস্তোরাঁ, দামি হোটেল, বইয়ের স্টল, এটিএম কাউন্টার, ওষুধের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান এই কমপ্লেক্সে গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।এছাড়াও, তৈরি করা হবে একটি পার্কিং লট।
আরও পড়ুন: দীর্ঘ বছর ধরে ইজারায় নেওয়া যাবে রেলের জমি, দরও সস্তা! অনুমোদন কেন্দ্রের
রেল সূত্রের খবর, স্টেশন সংলগ্ন ৩৭২ মিটার জায়গা জুড়ে এই কমপ্লেক্স তৈরি করা হবে। মূলত দেশের বিভিন্ন স্টেশন উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রেল। সেই তালিকায় রয়েছে ঢাকুরিয়া স্টেশন। এছাড়াও রাজ্যের কৃষ্ণনগর, মালদা টাউন, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া স্টেশনেরও উন্নয়ন করা হবে। ইতিমধ্যেই হাওড়ার লিলুয়া এবং সল্ট গোলা স্টেশনে সেই কাজ অনেকটাই এগিয়েছে।
রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (আরএলডিএ) তরফে এই কাজের প্রস্তাব দেওয়া হয়। জানা গিয়েছে, নির্বাচিত সংস্থাকে এই প্রকল্পের নকশা তৈরি করতে হবে। এরপরে অর্থলগ্নী করে নির্মাণের কাজ শুরু করবে সেই সংস্থা। নির্দিষ্ট সংস্থাকে ২ বছরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেল জানিয়েছে, বরাতপ্রাপ্ত সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ জমি ৪৫ বছরের জন্য লিজ দেওয়া হবে। ঢাকুরিয়ায় ওই জমিতে বিভিন্ন তলা মিলিয়ে ৮৩৭ বর্গমিটার পর্যন্ত নির্মাণ করা যাবে। যার মূল্য ১.৫৫ কোটি টাকা। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পটি বাধা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ আরএলডিএ একটি স্বশাসিত সংস্থা এবং জায়গাগুলি রেলের অধীনে রয়েছে৷ রেলের আধিকারিকদের মতে, এগুলি তৈরি হলে যাত্রীদের সুবিধা হবে।