বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mukul Roy Health Update: ঘরেই ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন, রাতেই হাসপাতালে ভরতি করা হল মুকুল রায়কে
পরবর্তী খবর
ঘরের মেঝেতে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন রাজনীতিবিদ মুকুল রায়। এই আবহে তাঁকে বুধবার রাতেই একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। এই আবহে বাড়িতে পড়ে যেতেই তাঁকে তড়িঘড়ি কল্যাণীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মুকুল রায়কে নিয়ে আসা হয় কলকাতায়। সেখানে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রসঙ্গত, কাঁচরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকেন মুকুল রায়। জানা গিয়েছে, ভারসাম্য হারিয়ে নিজের ঘরেই পড়ে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। (আরও পড়ুন: এইমস থেকে ছাড়া পাওয়ার কয়েকদিনের মধ্যেই ফের হাসপাতালে ভরতি লালকৃষ্ণ আডবানি)