
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দক্ষিণ কলকাতায় নগদ প্রায় ১.৪ কোটি টাকা উদ্ধারে অভিযুক্ত মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের যৌথ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির নথির একাংশ শনিবার সকালে প্রকাশ করে এমনই দাবি করেছে সিপিআইএমের মুখপত্র গণশক্তি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০৪, হরিশ মুখার্জি স্ট্রিটের ওই জমির যৌথ মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ও কাজরী বন্দ্যোপাধ্যায়। ৩ কাঠা ৩ ছটাক ১৪ বর্গফুটের জমির ওপর রয়েছে চার তলা বাড়ি। যার মোট এলাকা প্রায় ৫২৭৬ বর্গফুট। সেন পরিবারের থেকে ২৪ লক্ষ ৫০ হাজার টাকায় এই সম্পত্তি কিনেছিলেন কাজরী ও মনজিৎ ওরফে জিট্টা। কিন্তু সম্পত্তির বাজারদর ১ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা বলে উল্লেখ রয়েছে। সম্পত্তি কিনতে ৮ লক্ষ ৩২ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। সম্পত্তি কিনতে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটকেই উল্লেখ করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। কীভাবে ১ কোটি ১৯ লক্ষ টাকার সম্পত্তি মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ তথা স্বঘোষিত সমাজসেবিকা কাজরী বন্দ্যোপাধ্যায় ও মনজিৎ সিং মাত্র ২৪ লক্ষ ৫০ হাজার টাকায় পেলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে গণশক্তির প্রতিবেদনে।
দুর্নীতির এখানেই শেষ নয়। গণশক্তির প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতা পুর নির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশের সময় কালীঘাট এলাকায় তাঁর নামে ৮টি সম্পত্তি রয়েছে বলে হলফনামায় জানিয়েছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ২০৪ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তিটিও রয়েছে। তবে হলফনামায় তার দাম উল্লেখ করা হয়েছে ২২ লক্ষ ৭৫ হাজার টাকা। যদিও সম্পত্তির দলিলে তার বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ টাকা উল্লেখ রয়েছে। সম্পত্তি ২৪ লক্ষ ৫০ হাজার টাকায় কেনা হয়েছে বলেও উল্লেখ রয়েছে সেখানে।
টাকা উদ্ধারকাণ্ডে অভিযুক্ত মনজিৎ সিংকে ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রের খবর, মনজিতের মাধ্যমে কয়লা পাচারের কালো টাকা সাদা করা হয়েছে। কালীঘাট ও লাগোয়া এলাকায় মনজিতের এক ডজন হোটেল, ধাবা ও রেস্তোরাঁ রয়েছে। সেগুলিতে বিনিয়োগ হয়েছে কয়লা পাচারের মোটা টাকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports