ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও সরকারি কলেজে খোলা যাবে না ছাত্র সংসদ কক্ষ। নির্বাচন করানোর দাবিতে দায়ের এক মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন করানো নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা রয়েছে তা ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলেছে আদালত।এদিন বিচারপতি সেন বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্র সংসদ কক্ষ তালাবন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ইউনিয়ন রুম। ছাত্র সংসদ নির্বাচন করাতে রাজ্য সরকার কী পরিকল্পনা করছে তা ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।আইন অনুসারে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা। কিন্তু এরাজ্যে শেষ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ২০১৭ সালে। তার পর থেকে কলেজগুলির ছাত্র সংসদ দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট।এদিন আদালতের রায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষ প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমরা এই নির্দেশে খুশি। এটাই আমরা চেয়েছিলাম। জোর করে কলেজের ছাত্র সংসদ দখল করে রেখে তৃণমূল কংগ্রেস ছাত্র ছাত্রীদের ওপর নির্যাতন করছে। তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে।