রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে এই বাজারটির উদ্বোধন করেছিলেন। সেই সময় কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছিল এটি শুধু কলকাতার নয় গোটা রাজ্য এবং দেশের প্রথম ভাসমান বাজার। এই বাজার তৈরির জন্য পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৬ সালে।
কলকাতার ভাসমান বাজার। ফাইল ছবি
২০১৮ সালে কলকাতার পাটুলিতে তৈরি হয়েছিল রাজ্যের প্রথম ভাসমান বাজার। তবে এই বাজার তুলে দেওয়া হবে বলেই জল্পনা শুরু হয়েছে। কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের বাইপাস ব্রিজ–পাটুলি মোড়ের কাছে জলাশয়ের মধ্যে এই বাজার তৈরি করা হয়েছিল একেবারে সিঙ্গাপুরের আদলে। সেই সময় রাজ্য সরকারের আশা ছিল এই বাজারকে ঘিরে ভালোই ভিড় হবে। তবে সেই প্রত্যাশামতো জমেনি বাজারটি। এর পাশাপাশি আরও একাধিক সমস্যার কথা জানিয়েছে কলকাতা পুরসভা।
রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে এই বাজারটির উদ্বোধন করেছিলেন। সেই সময় কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছিল এটি শুধু কলকাতার নয় গোটা রাজ্য এবং দেশের প্রথম ভাসমান বাজার। এই বাজার তৈরির জন্য পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৬ সালে। সেক্ষেত্রে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে চওড়া করার জন্য ফুটপাতে থাকা হকারদের পুনর্বাসনের জন্য এই বাজারটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। একটি পরিত্যক্ত জলাশয়ের উপর শালবল্লা পুঁতে তার ওপর কাঠের পাঠাতন বানানো হয়েছিল। সেটা বাজারে যাওয়ার রাস্তা আর ব্যবসায়ীরা বসতেন নৌকোর উপর। তবে বাজারটি দেখতে সুন্দর হলেও প্রথম থেকেই বাজারটি সেভাবে জমেনি। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নাম করে দীর্ঘদিন ধরে এই বাজারটি বন্ধ রাখা হয়েছিল। যদিও সে কথা অস্বীকার করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সরোজ কুমার মণ্ডল। তিনি জানান নৌকার নিচে প্রচুর কচুরিপানা জমেছিল সেগুলি সরানোর কাজ চলছে। তবে আগামী দিনে কী করা হবে সে বিষয়টি তিনি জানেন না।