উদ্বোধনের পরে শুক্রবার থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার পরিষেবা চালু হয়ে গিয়েছে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ছুটছে। তবে আগামী সোমবার থেকে নোয়াপাড়া থেকে কলকাতা এয়ারপোর্ট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর পরিষেবা চালু করা হবে। আর ওই তিন লাইনেই প্রথম এবং শেষ মেট্রো কখন ছাড়বে? কোন স্টেশন থেকে শেষ মেট্রো কখন মিলবে? রইল পুরো টাইমটেবিল।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের টাইমটেবিল
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১৮৬টি মেট্রো (৯৩টি আপ এবং ৯৩টি ডাউন) চালানো হবে। অফিসের ব্যস্ত সময় আট মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন। আর রবিবার ১০৪টি মেট্রো (৫২টি আপ এবং ৫২টি ডাউন) চলবে। ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন।
প্রথম মেট্রোর টাইমটেবিল (সোমবার থেকে শনিবার)
১) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৬ টা ৩০ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: সকাল ৬ টা ৩২ মিনিট।
শেষ মেট্রোর টাইমটেবিল (সোম থেকে শনিবার)
১) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৪৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ৯ টা ৪৭ মিনিট।
আরও পড়ুন: বাংলায় আরও ২২ কিমি মেট্রো লাইন যুক্ত হচ্ছে! বড় ঘোষণা মোদীর সভায়, কবে চালু হবে?
রবিবার প্রথম মেট্রোর টাইমটেবিল
১) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯ টায়।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: সকাল ৯ টা ২ মিনিট।
রবিবার শেষ মেট্রোর টাইমটেবিল
১) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৪৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ৯ টা ৪৭ মিনিট।
আরও পড়ুন: এক মেট্রোতেই শহিদ ক্ষুদিরাম থেকে কলকাতা এয়ারপোর্ট! চলছে পরিকল্পনা, কতগুলি চলবে?
নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর টাইমটেবিল
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন আপ এবং ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো চালানো হবে। ১০-১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন। শনিবার এবং রবিবার ওই রুটে আপাতত মেট্রো না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম মেট্রোর টাইমটেবিল
১) নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: সকাল ৭ টা ৫৮ মিনিট।
২) জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: সকাল ৭ টা ৫৮ মিনিট।
শেষ মেট্রোর টাইমটেবিল
১) নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: রাত ৮ টায়।
২) জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: রাত ৮ টায়।
আরও পড়ুন: ৫০ টাকায় হাওড়া-শিয়ালদা থেকে এয়ারপোর্ট! টালিগঞ্জ-সহ অন্যত্র মেট্রোর ভাড়া কত হল?
কবি সুভাষ-বেলেঘাটা মেট্রোর টাইমটেবিল
নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর মতোই কবি সুভাষ-বেলেঘাটা মেট্রোয় শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার থেকে পরিষেবা মিলবে। শনিবার এবং রবিবার মেট্রো চলবে না। দৈনিত ৬০টি মেট্রো চলবে। ২৫ মিনিট ছাড়া-ছাড়া মেট্রো চালানো হবে।
প্রথম মেট্রোর টাইমটেবিল
১) কবি সুভাষ থেকে বেলেঘাটা: সকাল ৮ টা।
২) বেলেঘাটা থেকে কবি সুভাষ: সকাল ৮ টা।
শেষ মেট্রোর টাইমটেবিল
১) কবি সুভাষ থেকে বেলেঘাটা: রাত ৮ টা ৫ মিনিট।
২) বেলেঘাটা থেকে কবি সুভাষ: রাত ৮ টা ৫ মিনিট