আসলে ওদের জীবনটা ঠিক আর পাঁচজনের মতো নয়। অনেকের বাড়িতেই মাধ্যমিকের পড়ুয়া থাকলে বাবা-মা, অভিভাবকরা একেবারে রাত দিন তার পড়াশোনা কতটা হল তা নিয়ে চিন্তায় থাকেন। তবে প্রিয়াঙ্কা প্রামাণিক আর সোনিয়া ঘোষ দুজনেই ফুটপাতবাসী। তাদের মাধ্য়মিকের জার্নিটা একেবারেই অন্য়রকম।
ফুটপাতেই তাদের ঘর সংসার। নিত্য়দিন নানা সমস্যা। স্টাডি রুম বলে আলাদা কিছুর কথা ভাবতেই পারে না সোনিয়া, প্রিয়াঙ্কারা। ফুটপাতের জীবন। ফুটপাতে কাটে রাত। স্ট্রিট লাইটের নীচে পড়াশোনা। চারদিকে গাড়ির হর্নের শব্দ। তার মাঝেই চলে পড়াশোনা।
এবারের মাধ্যমিকে প্রিয়াঙ্কা পেয়েছে ২১২ আর সোনিয়া পেয়েছে ১৯৫। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
স্কুলে তাদের নাম লেখানো ছিল। কিন্তু সেই স্কুলে ক্লাস করতে যেতে পারেনি তারা। কিন্তু মাধ্যমিকটা কোনওরকমে দিয়েছে তারা।
প্রিয়াঙ্কা জানিয়েছে, একটা স্কুলে নাম লেখানো ছিল। কিন্তু কখনও সেখানে যাইনি। আমি হোটেলে বাসন মাজি। টালিগঞ্জ রেল ব্রিজের নীচেই থাকে প্রিয়াঙ্কা। বাড়ি বলতে ফুটপাত। ফুটপাতেই বেড়ে ওঠা।
ছবি আঁকতে ভালোবাসে প্রিয়াঙ্কা। সে জানিয়েছে বাবা রোজ অত্যাচার করে। তার মধ্য়ে থেকে কোনও দিন ভাবিনি যে পড়ার সুযোগ পাব।