মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে? এনিয়ে পরীক্ষার্থীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার পর্ষদের তরফে জানা গিয়েছে কবে বের হবে মাধ্য়মিকের রেজাল্ট? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর আগামী ২রা মে সকাল ৯টায় মাধ্য়মিকের ফলাফল প্রকাশিত হবে। হিন্দুস্তান টাইমস বাংলাতেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন।নীচের লিঙ্কের মাধ্য়মে মাধ্য়মিকের ফলাফল দেখা যাবে।
এখানেও দেখা যাবে ফলাফল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ৩০শে এপ্রিল মাধ্যমিকের ফলাফল বের হবে। কিন্তু সেদিন জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে সেদিন আদৌ মাধ্যমিকের ফলাফল বের হবে কি না তা নিয়ে কিছুটা সন্দেহ দানা বেঁধেছিল। তবে মে মাসের প্রথমেই যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলায়।
সূত্রের খবর, আগামী ২ মে মাধ্য়মিকের ফলাফল প্রকাশ করা হবে। ওই দিনই ওয়েবসাইটে পড়ুয়ারা জানতে পারবেন তাদের ফলাফল কেমন হল। পরীক্ষার ৭০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্য়মিকের ফলাফল।
এবছর ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্য়মিকের পরীক্ষা হয়েছিল। ৯ লাখ ৮৪ হাজার ৮৯৪জন পরীক্ষার্থী বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। আগামী ২ মে তাঁরা পরীক্ষার রেজাল্ট কেমন হল তা জানতে পারবেন। আগামী ২রা মে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে রোল নম্বর দিলেই মাধ্যমিকের ফলাফল সম্পর্কে জানা যাবে।
এদিকে ২৬ হাজার জন শিক্ষকের চাকরি গিয়েছে। এরপর মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল সঠিক সময়ে বের হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এবার জানা গিয়েছে ২রা মে বের হবে মাধ্য়মিকের ফলাফল।
এদিকে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে বিভিন্ন মহলেরই আগ্রহ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল ঘোষণা করবেন প্রেসিডেন্ট অ্য়াড হক কমিটি WBBSE, ২রা মে ২০২৫ সকাল ৯টায় প্রেস কনফারেন্সের মাধ্য়মে।
স্কুলগুলি তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ওই দিনই( ২রা মে)। মোবাইল অ্যাপ
এখানে দেখা যাবে। বোর্ডের তরফে নোটিশে একথা উল্লেখ করা হয়েছে।
এদিকে এবারেও অন্যান্যবারের মতো জেলাস্তরের পাশাপাশি কলকাতার স্কুলগুলিতে কেমন রেজাল্ট হয় সেদিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল।