নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়িতে গেলেন চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার চাকরিহারা প্রতিনিধিরা বেহালায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে যান। নবান্ন চলো অভিযানে আমন্ত্রণ জানাতেই তাঁরা সৌরভের বাড়িতে যান বলে খবর।
চাকরিহারা শিক্ষকরা বলেন, তিনি সম্মানিত ব্যক্তি। আমরা সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানাতে চাই। সেই সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী যদি আমাদের জন্য় কিছু ভাবেন সেকারণে আমরা প্রার্থনা করছি। সেই সঙ্গেই তাঁরা বলেন, আমরা মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সৌরভ গঙ্গোপাধ্য়ায় যদি এই ব্যবস্থা করে দেন তাহলে আমাদের অত্যন্ত উপকার হয়। সেই সঙ্গে তাঁরা বলেন, দাদাকে পাশে চাই।
আসলে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা বার বার শিখিয়েছেন সৌরভ। তবে কি এবার সেই সৌরভের সেই কাম ব্যাককেই পাথেয় করে এগোতে চান চাকরিহারা শিক্ষকরা?
আগামী ২১শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে তাঁরা এই অভিযানে শামিল হবেন। তাঁদের দাবি, যোগ্য় হওয়া সত্ত্বেও আমাদের চাকরি চলে গিয়েছে। এটা মেনে নেওয়া যায় না।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় একেবারে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়ির সামনে চলে যান চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, সৌরভ গাঙ্গুলি অত্যন্ত সম্মানীয় মানুষ। তাঁকে আমরা অনুরোধ করতে চাই যাতে তিনি মুখ্য়মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আমাদের বিষয়টি নিয়ে একটু কথা বলেন।
কার্যত একেবারে দিশেহারা পরিস্থিতি চাকরিহারাদের। কী করবেন বুঝতে পারছেন না। কার কাছে গেলে একটু সুরাহা হবে সেটা বুঝতে পারছেন না। কেউ চুপ করে বসে রয়েছেন ধর্মতলায়। কেউ আবার মিছিলে বের হচ্ছেন। বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। কেউ আবার দিল্লিতে ধরনায় বসতে গিয়েছেন। এসবের মধ্য়েই অযোগ্যরাও মিছিল বের করেছিলেন। আসলে কেউ কোনও পথ পাচ্ছেন না। কার্যত ছুটে বেড়াচ্ছেন। প্রচন্ড হতাশা গ্রাস করছে ক্রমশ। রাস্তায় বেরিয়েছেন। এসবের মধ্য়েই কয়েকজন চাকরিহারা শিক্ষক একেবারে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দুয়ারে গিয়ে হাজির।
তবে শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে তাঁদের দেখা হয়েছিল কি না সেটা জানা যায়নি।
এদিকে আগামী ২১ এপ্রিল চাকরিহারা শিক্ষকরা নবান্ন অভিযানে বের হবেন। আর সেই মিছিলে থাকতে পারেন আরজি করের নির্যাতিতার পরিবারও। তাঁদের কাছেও গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা আশ্বাস দিয়েছেন।