সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন নতুন কিছু নয়। এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিল প্রতারকরা। সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞাপন দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সুকান্তবাবু। অবিলম্বে ওই বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপের আবেদন করে প্রতারকদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। সঙ্গে একটি ভিডিয়ো বার্তায় এব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করেছেন মন্ত্রীমশাই।
p
বিজ্ঞাপন দেখেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি লিখে অভিযোগ দায়ের করেন সুকান্তবাবু। তাঁর ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অবিলম্বে ওই বিজ্ঞাপন থেকে তাঁর ছবি সরাতে পুলিশকে অনুরোধ করেন।
এর পর এক ভিডিয়ো বার্তায় সাধারণ মানুষকে সুকান্ত বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপ থেকে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছে। আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি। আমি খেয়াল করেছি এই ধরণের অ্যাপে শুধু আমার ছবি নয়, ভারতের বিভিন্ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে অপপ্রচার করছে। তারা কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আশা করব জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে।’