অক্ষয় তৃতীয়ার আগে কলকাতার বাজারে অনেকটা কমল রুপোর দাম। কিছুটা সস্তা হয়েছে সোনাও। শনিবার বাজার বন্ধের সময় কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম দাঁড়িয়েছে ৫০,৬০০ টাকা। সেই টাকায় রবিবার এবং সোমবার কলকাতায় সোনা বিক্রি হবে। সঙ্গে যোগ হবে জিএসটি।
রবিবার এবং সোমবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত থাকবে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৫৫০ টাকা (বাজার খোলার সময় দাম ছিল ৫২,৬০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৮৫০ টাকা (বাজার খোলার সময় দাম ছিল ৪৯,৯০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৬০০ টাকা (বাজার খোলার সময় দাম ছিল ৫০,৬৫০ টাকা)।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬৪,১০০ টাকা (বাজার খোলার সময় দাম ছিল ৬৫,৩০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬৪,২০০ টাকা (বাজার খোলার সময় দাম ছিল ৬৫,৪০০ টাকা)।
ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে
অক্ষয় তৃতীয়া কবে এবং শুভ সময়?
বেণীমাধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় -