
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খাস কলকাতার বুকে পার্ক স্ট্রিটে সেনা পরিচয় দিয়ে দিনের পর দিন চলছি প্রতারণা। রীতিমতো সেনায় চাকরি পাওয়ার প্রতিষ্ঠান খুলে বসেছিল প্রতারক। শনিবার তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এলিয়ট লেন থেকে নাজির হুসেইন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে খাকি উর্দিসহ সেনার নানা সাজপোশাক।
জানা গিয়েছে, লালবাজারে খবর আসে পার্ক স্ট্রিট লাগোয়া এলিয়ট লেনে এক ব্যক্তি সেনা বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণাচক্র খুলে বসেছেন। প্রথমে NCCর ক্যাডারদের সেনা বাহিনীতে চাকরির প্রশিক্ষণ দিতে একটি প্রতিষ্ঠানে ভর্তি করাতেন তিনি। তার পর তাদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে নিতেন টাকা।
খবর পেয়ে শনিবার এলিয়ট রোড থেকে নাজির হুসেনকে গ্রেফতার করে পুলিশ। তার ডেরা থেকে একটি খাকি উর্দি, একটি বেল্ট, সেনাবাহিনীর টুপি, নেম প্লেট, ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। নেম প্লেটে তাঁর পদমর্যাদা হিসাবে লেখা রয়েছে ক্যাপ্টেন। এসব পরে নিজেকে কখনও সেনাবাহিনীর ক্যাপ্টেন আবার কখনও গোর্খা রেজিমেন্টের জওয়ান বলে নিজেকে দাবি করতেন ধৃত।
কী ভাবে দিনের পর দিন কলকাতার বুকে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা চক্র চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যে এলিয়ট রোড থেকে নাজিরকে গ্রেফতার করা হয়েছে তার থেকে লালবাজার ও ফোর্ট উইলিয়াম, দুয়েরই দূরত্ব কয়েক কিলোমিটার। প্রশ্ন উঠছে, খাস কলকাতায় এই ধরণের প্রতারণাচত্র চললে গাঁয়ে গঞ্জে কী হবে? কী করে এত সাহস পাচ্ছে প্রতারকরা?
ধৃতকে জেরা করে কবে থেকে সে এই কারবারে নেমেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সঙ্গে এভাবে সে কত টাকার প্রতারণা করেছে তাও জানার চেষ্টা চলছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports