সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বারবার ‘আচার্য’ বলে সম্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাতে গুঞ্জন শুরু হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে বিল পাশ হয়েছে সেটা নিশ্চয়ই ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার রাজভবনে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।
মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠক
অবশেষে রাজভবন–শিক্ষাদফতরের সংঘাতের সমাপ্তি ঘোষণা হল। আর বিরোধ পথে নয়। বরং শিক্ষার উন্নতিতে সমন্বয়ের পথেই হাঁটতে চায় রাজ্যের শিক্ষা দফতর এবং রাজভবন। আজ, মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে একসঙ্গে এই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুতরাং আনন্দ ফ্রেমে ঠাঁই হল সকলের।
কী গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী? এই বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘রাজ্য–রাজভবন সংঘাতের ইতি। তাই রাজ্য–রাজভবন–বিকাশভবন এবার থেকে একসঙ্গে কাজ করবে। আমরা একটি বৈঠক করেছি। সব বিশ্ববিদ্যালয়ের হাল হকিকত খুঁটিয়ে জেনেছেন আচার্য। প্রত্যেক উপাচার্যের সঙ্গে মাননীয় আচার্য আলাদাভাবে কথা বলেছেন।’ সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বারবার ‘আচার্য’ বলে সম্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাতে গুঞ্জন শুরু হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে বিল পাশ হয়েছে সেটা নিশ্চয়ই ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে।