অনলাইনের ব্যবহার যত বাড়ছে ততই সাইবার প্রতারণাও বেড়ে চলেছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নামে, কখনও বা টিকিট বুকিংয়ের নামে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এবার বেকার যুবক যুবতীদের কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসছে। সম্প্রতি পুলিশ এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে, যেখানে প্রতারকরা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বাড়িতে বসেই কাজের প্রলোভন দিচ্ছে। আর সেই ফাঁদে পা দিয়ে অনেকেই হারাচ্ছেন টাকা।
বিধাননগর পুলিশ এই ধরনের অভিযোগের তদন্তে নেমে একটি গ্যাংয়ের হদিশ পেয়েছে। ওই গ্যাং মূলত শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা করছে বলে অভিযোগ। অপরাধীরা ইউটিউব বা ফেসবুক পেজের একটি ভিডিয়োতে লাইক দেওয়া বা মন্তব্য করার জন্য ৫০ থেকে ১৫০ টাকা করে উপার্জন করার প্রলোভন দিচ্ছে। এমনকী বাড়ি থেকেই দৈনিক ৫ হাজার টাকা করে উপার্জন প্রলোভন দেখাচ্ছে। আর সেই ফাঁদে পা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে নিচ্ছে অপরাধীরা। বিধাননগর পুলিশ আধিকারিকরা এ সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো এবং বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছে পুলিশ। বিধাননগর পুলিশের আধিকারিক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ‘বেশ কিছু সাইবার প্রতারকরা প্রতারণার জন্য এই নতুন পদ্ধতি অবলম্বন করছে। শিক্ষিত বেকারদের বোকা বানানো হচ্ছে। আমরা আপনাদের সকলকে এই ধরনের প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করছি।’ পুলিশ জানিয়েছে, অপরাধীরা মানুষের আস্থা অর্জনের জন্য প্রথমে কিছু পরিমাণ অর্থ প্রদান করে। তারপরে অপরাধীরা ক্রিপ্টো এক্সচেঞ্জের মতো দেখতে একটি জাল লিঙ্কের মাধ্যমে আর্থিক লেনদেন করে। আরও অর্থ উপার্জনের জন্য একটি টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে বলে। ধীরে ধীরে, লেনদেন লক্ষাধিক হয়। এরপরেই অপরাধীরা লক্ষাধিক টাকা প্রাতারণা করে তাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সরিয়ে দেয়।
বিধানগর পুলিশ এনিয়ে মানুষকে সতর্ক থাকতে বলেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা বড় বড় আইটি কোম্পানিতে কর্মরত তরুণদের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। এই ধরনের প্রতারকদের থেকে সাবধান থাকুন এবং কোনও অজানা টেলিগ্রাম গ্রুপে যোগ দেবেন না বা কোনও অজানা লিঙ্কে লেনদেন করবেন না।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup