
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
করোনাভাইরাসের সময় সচেতনতায় মোবাইলের কলার টিউনের বদলে প্রথমে শোনা যেত,এই সংক্রমণ ঠেকাতে কোন নিয়ম মেনে চলতে হবে। টিকা নেওয়ার কথাও শোনা যেত। সেই সতর্কবার্তা জনমানসে প্রভাব ফেলেছিল। এবার সাইবার জালিয়াতি রুখতে ওই পথেই হাঁটল সরকার। এবার সাইবার জালিয়াতি ঠেকাতে সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে। এখন মোবাইলে ফোন করলেই রিং হওয়ার আগে সতর্কবার্তা শোনা যাচ্ছে। আর তাতেই বোঝা যাচ্ছে, সাইবার ক্রাইম বা জালিয়াতি এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দেশে। বাংলায় এই প্রতারণার খবর বারবার সংবাদ শিরোনামে এসেছে।
এই সাইবার প্রতারণা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন মোবাইলে বলা হচ্ছে, অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে কোনও ভিডিয়ো কল এলে সেই ফোনটি ধরবেন না। অযথা আতঙ্কিত না হয়ে টোল ফ্রি নম্বর ১৯৩০ ফোন করুন। সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় প্রবীণ নাগরিকরা সতর্ক বেশি হচ্ছেন। তবে একটা অংশের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। আর আজ, শনিবার সকাল থেকে লোকাল ট্রেনে, বাসে এবং চায়ের দোকানেও জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি সাইবার জালিয়াতির সংখ্যা খুব বেড়ে গিয়েছে? এই প্রশ্ন এখন উঠছে।
আরও পড়ুন: ‘শর্ট স্ট্রিট’–এর নাম পরিবর্তন হয়ে গেল, নতুন নাম কী? বড়দিনের প্রাক্কালে বদল মমতার
এই সাইবার প্রতারণা নিয়ে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারকরা এখন নিজেদের নয়াদিল্লি বা মুম্বইয়ের সাইবার বিভাগ বা কাস্টমসের অফিসার পরিচয় দিয়ে ফোন করছে। অজানা অচেনা নম্বর থেকে ফোন আসছে। আর গ্রাহকদের নানাভাবে ফাঁসানো হচ্ছে। কখনও ভয় দেখিয়ে, কখনও ব্যাঙ্ক বা আধার–প্যানের তথ্য চেয়ে, এমনকী ওটিপি নম্বর জেনে নিয়েও প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। তাতে সর্বসান্ত হচ্ছেন সাধারণ মানুষজন। এমন বহু ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়েছে এবং তারা বেনামে অজস্র সিমকার্ড ব্যবহার করে প্রতারণা করছে। মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ভুয়ো সরকারি নথি ব্যবহার করা পর্যন্ত হচ্ছে।
কদিন আগে কলকাতা শহরে ডিজিটাল প্রতারণার শিকার হন এক বৃদ্ধ দম্পতি। এটি বাগুইআটি থানা এলাকার ঘটনা। হাউস অ্যারেস্টের হুমকি দেওয়া হয়। তারপর অনলাইনে সাড়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রতারিত ওই ব্যক্তি বিশ্বরূপ ঘোষ সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসার। ডিজিটাল প্রতারণার শিকার হন ত্রিপুরার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা কানুলাল ভৌমিক। এই দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম দফতর। পুলিশের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশের মধ্যে সাইবার প্রতারণার শীর্ষে রয়েছে কলকাতা। তাই এবার মোবাইলের মাধ্যমে জনগণকে বাড়তি সতর্ক করছে সরকার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports