তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে নবনিযুক্ত জেলা সভাপতির। এই অভিযোগে জেলা সভাপতি বদলের দাবিতে দলের সাংগঠনিক দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বিজেপি কর্মীদের একাংশ। পোড়ানো হয় কুশপুতুল। এমনকী বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দফতরে পৌঁছলে তাঁর পা জড়িয়ে ধরে আবেদন জানাতে থাকেন এক বিজেপি কর্মী।গত সোমবার বিজেপির ১১ টি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। সেই রদবদলে মথুরাপুর সাংগঠনিক জেলার দায়িত্ব বর্তেছে নবেন্দু নস্করের ওপর। আন্দোলনকারীদের দাবি, নবেন্দু তৃণমূলের চর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিট না পেয়ে কুলপি ব্লকের গাজিপুর থেকে বিজেপি প্রার্থী অরুণ নস্করের বিরুদ্ধে ভোটে লড়াই করেছেন তিনি। এই ব্যক্তিকে কোনও ভাবেই তাঁরা জেলা সভাপতি হিসাবে মেনে নেবেন না বলে বিধাননগর সেক্টর ফাইভে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অন্য কাউকে জেলা সভাপতি নিয়োগ করতে হবে। দায়িত্বে থাকলে লোকসভা ভোটের আগে তৃণমূলের কাছে দল বিক্রি করে দেবে নবেন্দু নস্কর।বিক্ষোভ চলাকালীন সেখানে পৌঁছন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁকে ঘিরে ধরে একই আবেদন জানাতে থাকেন বিজেপি কর্মীরা। একজন তাঁর পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি শুরু করেন। অবশেষে দলীয় নেতৃত্বের আশ্বাসে বাড়ি ফেরেন তাঁরা।