রামনবমী এবং ইদ উপলক্ষ্যে আগামী কিছু দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কিছু পদক্ষেপ করছে পুলিশ। আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, সামনের এই দুটি উৎসবের দিন এবং তার প্রাক্কালে নানা মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে, যাতে রাজ্যের সম্প্রীতি, শান্তি নষ্ট হতে পারে। তাই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই প্রেক্ষিতেই নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে রামনবমীর দিন আগেও হিংসার ঘটনা ঘটেছিল বাংলায়। তা নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছিল। তাই এবার থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। তাই রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন। ঠিক কী তথ্য রয়েছে পুলিশের কাছে, সেটাও জানানো হয়েছে। এই বিষয়ে দুই পুলিশকর্তা সুপ্রতিম সরকার এবং জাভেদ শামিম জানিয়ে দিলেন, ‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করেছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।’
আরও পড়ুন: গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প আটকে রাখা টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার, নাম বদলেই অর্থ মিলল