রাজ্যের শিল্প সম্মেলন BGBS 2022-র প্রথম দিনে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শিল্পপতিদের হেনস্থা করার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বলেন, যার বাড়িতে কয়লা - গোরু চুরির টাকা আছে, সেখানে তো সিবিআই - ইডি যাবেই।এদিন দিলীপবাবুকে বলতে শোনা যায়, ‘সারা দেশে প্রতিদিন কোথাও না কোথাও সিবিআই – ইডির তল্লাশি হচ্ছে। আর তল্লাশি চালাতে গিয়ে চা খেয়ে ফিরে এসেছে এমন নয়। কোটি কোটি টাকা পাচ্ছে। মাটি খুড়ে ৩০০ – ৪০০ কোটি টাকা পাচ্ছে। সাধারণ মানুষের সম্পত্তি লুঠ করে কেউ লুকিয়ে রাখবে। কেউ আমাদের এখানকার কয়লা - বালি চুরি করে বাড়িতে টাকা জমা করবে। যার বাড়িতে কয়লা - গোরু চুরির টাকা আছে, সেখানে তো সিবিআই - ইডি যাবেই। এটা ওদের কাজ। অবৈধভাবে যারা দেশের সম্পত্তি লুঠ করছে তাকে ছাড়বে না তারা। আইনের কাছে নিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের আড়াল করতে চাইছেন? আর দুর্ভাগ্যবশতঃ ওদের লোকেরা আজ এই সমস্ত কাজে ফেঁসে যাচ্ছেন। ওদের যারা ন্যাওটা সেই সব শিল্পপতিদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাই উনি ভয় পাচ্ছেন’।এদিনের সম্মেলনে নিজের বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অনুমতি নিয়ে বলেন, ‘আপনাকে অনুরোধ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের হেনস্থা না করা হয় সেটা দেখুন। রাজ্যপালদের সম্মেলনে বিষয়টি উত্থাপন করুন।’