নির্বাচনের সময় বাম-কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোটের অংশ ছিল আব্বাস সিদ্দিকির আইএসএফ। যদিও অনেক বাম শরিক এবং নেতাদের মনে প্রশ্ন ছিল আব্বাসের ধর্মনিরপেক্ষতা নিয়ে। এবার ভাইজান আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল 'বাংলা পক্ষ' নামক সংগঠনটি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকেও। চিঠিতে বাংলা পক্ষের তরফে লেখা হয়, 'সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো বার্তায় দেখা যাচ্ছে, মৌলবাদী রাজনীতিবিদ আব্বাস সিদ্দিকি তীব্র আক্রমণাত্মক সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন। দুর্গাপূজোকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ তা থেকে সুরক্ষিত আছে। এখানকার বাঙালি নিজেদের অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখতে সক্ষম হয়েছে ধর্ম নির্বিশেষে। বিগত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ আমরা পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের বিষয়কে টেনে এনে এই বাংলার মাটিকেও অশান্ত করার অপচেষ্টা হচ্ছে। বাঙালি বিরোধী বহিরাগত অপশক্তি যারা ধর্মের ভিত্তিতে বাঙালিকে ভাগ করতে চায়, তারা এইসব উস্কানির মদতদাতা।'মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠিতে আরও লেখা হয়, 'আপনার কাছে বিনীত আবেদন অবিলম্বে এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করুন। আব্বাসের মতো মৌলবাদীরা সখ্যাগুরু ধর্মীর মৌলবাদীদের ভিত মজবুত করে। পশ্চিম বাংলার অসাম্প্রদায়িক, মৌলবাদ বিরোধী চেতনা আপনার হাতে সুরক্ষিত থাকবে বলেই বিশ্বাস করি। এছাড়াও যে কোনও ধর্মের যে কেউ ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি ছড়ালে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। জয় বাংলা।'